Tuesday, 22 July, 2025
22 July, 25
Homeউত্তরবঙ্গBalurghat: জানালেন CMOH; বালুরঘাট হাসপাতালের ইঞ্জেকশনের কারণেই প্রসূতিরা অসুস্থ! আরএসপি সদস্যদের জাতীয়...

Balurghat: জানালেন CMOH; বালুরঘাট হাসপাতালের ইঞ্জেকশনের কারণেই প্রসূতিরা অসুস্থ! আরএসপি সদস্যদের জাতীয় সড়ক অবরোধ

আরএসপি সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দেখা না করায় তাঁরা হাসপাতালের সামনে জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শুক্রবার রাতে বালুরঘাট হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন ৮ প্রসূতি। সকলকেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালের পুরোনো ভবনে সিসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে একের পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সমস্ত ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন রোগীদের দেওয়া হয়েছিল সেই সব ওষুধ সংরক্ষণ করে রাখা হয়েছে৷ সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। সকল প্রসূতি বর্তমানে সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অধিকারী সুদীপ দাস বলেন, ‘সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। তদন্ত কমিটি ও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।’ প্রসূতিদের পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শুক্রবার রাতে তাঁদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তার পরেই ওই আট জন প্রসূতি অসুস্থতা বোধ করেন। কাঁপুনি হতে থাকে। অনেকের শ্বাসকষ্ট হয়।

আরও পড়ুনঃ দুঃসংবাদ! এয়ারটেলের কর্মীদের জন্য

রাতেই হাসপাতালে যান CMOH। নির্দিষ্ট কোনও ইঞ্জেকশন দেওয়ার কারণেই কী প্রসূতিরা অসুস্থ হয়েছেন? সুদীপ দাস বলেন, ‘যে ইঞ্জেকশনের কথা উঠছে তা ব্যবহার না করতে বলা হয়েছে। ইঞ্জেকশন না অন্য কোনও সংক্রমণ থেকে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের ওটি জীবাণুমুক্ত করা হয়েছে। ওটির নমুনা ও ইঞ্জেকশনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

আরও পড়ুনঃ সিপিএম নেতারা এবার কি বলবেন! সংঘ ও সিপিএমে পার্থক্য নেই! রাহুলের মন্তব্যে অস্বস্তি ইন্ডিয়া জোটে, সরব বামেরা

এই ঘটনার প্রতিবাদে বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে শনিবার বালুরঘাট জেলা হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। দুপুরে বিজেপির তিন জনের একটি প্রতিনিধি দল প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রসূতিদের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে কথা বলেন। এদিকে হাসপাতলে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম নেতারা। আরএসপি সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দেখা না করায় তাঁরা হাসপাতালের সামনে জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

এই মুহূর্তে

আরও পড়ুন