Friday, 8 August, 2025
8 August, 25
HomeদেশPutin: ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন; ঘোষণা ডোভালের

Putin: ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন; ঘোষণা ডোভালের

এই সফর চলতি বছরেই হতে চলেছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্য়াক্স।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুল্ক-চিন্তা, শতাংশের দড়ি টানাটানি, তেল নিয়ে ‘জ্বালা’, আর সব কিছুর মাঝে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কো থেকেই এই ঘোষণা করে দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অবশ্য রুশ-প্রেসিডেন্ট কবে আসছেন, সেই নিয়ে মুখ খোলেননি তিনি। তবে এই সফর চলতি বছরেই হতে চলেছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্য়াক্স।

আরও পড়ুনঃ ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব মোদীর; চুপ করে রইলেন না, জানিয়ে দিলেন সমঝোতা করা হবে না

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এদিন অজিত ডোভাল বলেন, “এই দুই দেশের সম্পর্কটা একেবারে অন্যরকম। আমরা এই সম্পর্কের মূল্য বুঝি। এমনকি, আমাদের এই সম্পর্ক অনেক উচ্চস্তরীয়। যা রুশ প্রেসিডেন্টের ভারত সফরের মধ্যে দিয়ে আরও প্রস্ফুটিত হবে বলেই আশা। তবে এই সফরের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।”

উল্লেখ্য, নয়াদিল্লি তরফে পুতিন সফর প্রসঙ্গে কার্যত সরকারি ভাবে ঘোষণা করা হলেও এই বিষয়ে ক্রেমলিন এখনও মুখ খোলেনি। ওয়াকিবহাল মহলে দাবি, যখন রাশিয়ার থেকে তেল কেনার অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ট্রাম্প, সেই আবহে পুতিনের সফর কার্যত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ ‘হেরেছে..হেরেছে..হেরেছে, যতদিন বাঁচবেন ততদিন এটাই বাজাবো’, পাল্টা শুভেন্দু

এই মাসের শুরু থেকে আমেরিকায় রফতানি হওয়া ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শুল্ক চাপানোর সময়েই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, এটাই শেষ নয়। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। তবে সেই জরিমানা কত, তা প্রথমে না জানালেও, বুধবার ভারতীয় পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপান তিনি সব মিলিয়ে শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ অবশ্য এই বাড়তি ২৫ শতাংশ কার্যকর হবে ২৭ অগস্ট থেকে

এই মুহূর্তে

আরও পড়ুন