Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: আচমকা পুজোর আগে BLO ট্রেনিং নিয়ে প্রশ্ন বাঁকুড়ায়

Bankura: আচমকা পুজোর আগে BLO ট্রেনিং নিয়ে প্রশ্ন বাঁকুড়ায়

ট্রেনিং-এর ঠিক ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে জানানোতে বেশ অবাক তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন কোনায়। বাঁকুড়া ব্যতিক্রম নয়। দুর্গা পুজো ইতিমধ্যেই দোরগোড়ায়, তবে তার আগে পারদ চড়াচ্ছে বিধানসভা নির্বাচন। এবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিংয়ের জন্য যে নোটিফিকেশন পাঠান হয়েছে সেটিকে কেন্দ্র করে একটি ক্ষোভ জমা বেঁধেছে সেই লিস্টে নাম থাকা সরকারি কর্মচারীদের।

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় থালি থেকে ফাইন ডাইনিং! শিলিগুড়িতে পুজোর ভিড়ে পেটপুজো কোথায় সারবেন?

প্রত্যেকেই দাবি করছেন যে তাঁদের হাতে পৌঁছায়নি কোনও রকম হার্ড কপি, বুধবার বিকেল চারটে চুয়াল্লিশ নাগাদ সমাজ মাধ্যমে একটি প্রাইভেট গ্রুপে, একটি পিডিএফ-এর মাধ্যমে দেওয়া হয় নোটিফিকেশন। বাঁকুড়া সদর পূর্ব চক্রের ১৬ জন সহকারি শিক্ষক এবং তিনজন শিক্ষককে জানানো হয় বৃহস্পতিবার ট্রেনিং এর সময়সূচী। এই ১৯ জন শিক্ষক এবং সহকারী শিক্ষককে, বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে জমা হতে বলা হয়। ট্রেনিং-এর ঠিক ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে জানানোতে বেশ অবাক তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুনঃ মাত্র চারটি শর্ত মানলেই লাখো দর্শকের কাছে পৌঁছে যাবে প্রোফাইল ও পেজ

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, “কোনও রকম হাতে চিঠি পাইনি। বৃহস্পতিবার ট্রেনিং, জানতে পারছি, তবে কোন সময়ে তার কোনও উল্লেখ নেই। জানানো হল বুধবার বিকেল চারটে নাগাদ। এছাড়াও ট্রেনিংয়ে কী নিয়ে যেতে হবে? কী করতে হবে কিছুই বলা নেই। এত হটকারিতার কারণ বুঝতে পারছি না।”

যদিও এই বিষয়ে বাঁকুড়া সদর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলে সেটা ব্যর্থ হয়। রবিবার থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তার আগেই ভোটের ট্রেনিং চর্চার শীর্ষে উঠে আসছে বাঁকুড়া সদরে।

এই মুহূর্তে

আরও পড়ুন