Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গTeachers Day 2025: আরামবাগে ভাঙাচোরা স্কুল ভবনে ঝুলছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও...

Teachers Day 2025: আরামবাগে ভাঙাচোরা স্কুল ভবনে ঝুলছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি! চাপানউতোর শিক্ষা মহলে

স্কুলের হাল দেখে ক্ষোভ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

যার জন্মদিনে শিক্ষক দিবস তাঁর ছবি কোনওমতে ঝুলছে ভাঙাচোরা স্কুল ভবনে। বারবার বন্যায় ডুবেছে এলাকা। গত বন্যায় ভেঙে গিয়েছে স্কুলের একাংশ। কিন্তু এখনও হয়নি সংস্কার। স্কুলের হাল দেখে ক্ষোভ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিন্তু ক্ষোভ প্রকাশ করেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে পাশ দিয়ে চলে যাওয়া পিচের রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও তা সংস্কার হয়েছে। কিন্তু স্কুলের কী ‘দোষ’ তা জানা নেই কারও। শিক্ষক দিবসের দিনেও এলাকায় ঢুঁ মারলে দেখা গেল স্কুলে নিয়ে চাপা ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা! জলঢাকায় তলিয়ে গেল SSB জওয়ান

ছবিটা আরামবাগের। এখানেই রয়েছে আরামবাগের তিলক চক প্রাথমিক বিদ্যালয়। এলাকায় গেলে দেখা গেল রাস্তার পাশে কোনওমতে দাঁড়িয়ে স্কুলের ভাঙাচোরা ঘর। একাংশ নেই বললেই চলে! সেই ঘরের দেওয়ালেই পাশাপাশি ঝুলছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।

আরও পড়ুনঃ ভয়ংকর বিপদ! বডি মাসাজের নামে হোটেলের রুমে ডাক…তারপর?

পাশ দিয়েই চলে গিয়েছে চকচকে পিচের রাস্তায়। স্থানীয় বাসিন্দারা বলছেন বন্যার হানায় যে রাস্তার অবস্থা কিছুদিন আগেও বেহাল ছিল। তাই এখন একেবারে ঝাঁ চকচকে হয়ে উঠেছে। কিন্তু কেন শিক্ষা প্রতিষ্ঠানের এই বেহাল দশা সেই উত্তর নেই কারও কাছেই। রাস্তার ধারেই ঝুলছে জানলা, ছাদ থেকে খসে পড়েছে ইট, অর্ধেক দেওয়ার ভেঙেছে, বাকিটাও ভগ্নপ্রায়। সেখানেই কোনওমতে টিকে রয়েছে রাধাকৃষ্ণন-রবীন্দ্রনাথ! শিক্ষক দিবসে এই ছবি সামনে আসতেই নাগরিক মহলের পাশাপাশি চাপানউতোর শুরু হয়েছে শিক্ষা মহলেও। এখন দেখার দিনের শেষে কবে হাল ফেরে আরামবাগের তিলক চক প্রাথমিক বিদ্যালয়ের।

এই মুহূর্তে

আরও পড়ুন