দিলীপ মান্ডি , ঝাড়গ্রাম:
ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের ওড়োতে ২ কিঃমিঃ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ওড়ো উজড়েশ্বর বাবা ভক্তবৃন্দ মেলা কমিটির উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতাটি হয়। দৌড় প্রতিযোগিতাটি কালিবাঁধ মোড় থেকে ওড়ো পর্যন্ত হয়। ফিতা কেটে দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন জাম্বনী থানার আইসি বিশ্বজিৎ বসু মল্লিক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন জাম্বনী থানার আইসি বিশ্বজিৎ বসু মল্লিক সহ মেলা কমিটির কর্মকর্তাগন। এছাড়াও এদিন এই কর্মসূচি উপস্থিত ছিলেন ধড়সা অঞ্চলের উপ প্রধান সুবোধ হাঁসদা ,ওড়ো উজড়েশ্বর বাবা ভক্তবৃন্দ মেলা কমিটির সভাপতি প্রদীপ মাইতি, সম্পাদক চম্পক বেরা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এবছর ওড়ো শিব পূজা ও মিলন মেলা ৫৬ বছরে পদার্পন করে।