Monday, 4 August, 2025
4 August, 25
HomeবিনোদনParineeti Chopra: চিন্তা নেই আপনাদের!  কপিল কিন্তু উসকে দিলেন গুঞ্জনকে

Parineeti Chopra: চিন্তা নেই আপনাদের!  কপিল কিন্তু উসকে দিলেন গুঞ্জনকে

গুঞ্জনের আগুনে আরও বারুদ ঢাললেন পরিণীতি চোপড়ার স্বামী তথা কংগ্রেস নেতা রাঘব চাড্ডা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়েক মাস আগেই রটে গিয়েছিল পরিণীতি চোপড়া নাকি মা হতে চলেছেন। এমনকী, বিমান বন্দরে, নানা ফিল্মি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরায় পরিণীতিকে নিয়ে নানা গুঞ্জনও শুরু। এবার সেই গুঞ্জনের আগুনে আরও বারুদ ঢাললেন পরিণীতি চোপড়ার স্বামী তথা কংগ্রেস নেতা রাঘব চাড্ডা। সম্প্রতি কপিল শর্মার শোয়ের এসে গোপন খবর ফাঁস করলেন রাঘব।

আরও পড়ুনঃ ‘প্রেম-বিয়ে-দাম্পত্য’ সকলেরই স্বপ্ন; জীবনে ওঠা-পড়া থাকেই

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতি চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন রাঘব। দাম্পত্য নিয়ে কপিলের নানা মজার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন দুজনে মিলে। ঠিক তখনই দুম করে রাঘব বলে ফেললেন, চিন্তা নেই আপনাদের। খুব শীঘ্রই আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সেই খবরই দেব! রাঘবের মুখে আচমকা এমন কথা শুনে পরিণীতিও অবাক। অন্যদিকে কপিল কিন্তু গুঞ্জনকে উসকে দিলেন হেসে হেসেই।

আরও পড়ুনঃ সম্পর্কের মূল পর্বের আগে ফোর প্লে-তেই রোমাঞ্চকর যৌনজীবন

২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। সেই সংসারেই এবার নতুন সদস্য আসার সুখবর দিলেন রাঘব।

এই মুহূর্তে

আরও পড়ুন