Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যRaiganj: দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ

Raiganj: দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ

শিক্ষিকা জানান অনেকক্ষণ ধরে দেখা পাচ্ছি না

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

এক দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনা শোর গোল ফেলে দিল গোটা রায়গঞ্জে। বাড়ি থেকে বেরিয়ে তাকে স্কুলে দিয়ে এসেছিল তার অভিভাবকেরা। তারপর ছুটির সময় হয়ে গেলে  তারা স্কুলে গিয়ে ওই পড়ুয়াকে আনতে গেলে তারা শোনে ওই পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। স্কুলের শিক্ষিকা জানান অনেকক্ষণ ধরে দেখা পাচ্ছি না তার।

আরও পড়ুন: তৃণমূল নেতার গান্ধী গিরি! সেচ মন্ত্রীকে কটাক্ষ

খেলছিল বন্ধুদের সাথে, তারপর হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় আকাশ থেকে পড়েন তার বাবা-মা। মা পাগলের মতো হয়ে যাক, গোটা স্কুলে খোঁজা শুরু হয়ে যায়, খুঁজতে আরম্ভ করেন অন্যান্য বাচ্চার অভিভাবকেরাও। শেষ পর্যন্ত তাকে বাথরুমে অচৈতন্য অবস্থায় দেখেন ঐ স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া। সঙ্গে সঙ্গে বের করে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠলে, তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে সে ওখানে গেল, সে বলে তার কিছু মনে পড়ছে না, খেলতে খেলতে সে কি করল তার কিছু মনে পড়ছে না।

আরও পড়ুন: মহিলাদের প্রতি দুর্ব্যবহার! গ্রেফতার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এর লিফট চালক

ডাক্তাররা বলেন মনে না পড়লে চাপ দিতে না, তবে তার বাবা মা সন্দেহ করছেন  কোন অসৎ উদ্দেশ্য নিয়েই কেউ এ কাজ করেছিল, পরে ভয় পেয়ে বাথরুমে ফেলে দিয়ে চলে গেছে। এখন তাদের একটাই প্রশ্ন, কে এই কাজ করল? স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর কবে ফেটে পড়লেন ওই পড়ুয়ার অভিভাবক এবং অন্যান্য অভিভাবকেরা, তাদের বক্তব্য স্কুলের মধ্য নিরাপত্তা না থাকলে তালা কিভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন? এ বিষয়ে অবশ্য ওই স্কুলের প্রধান শিক্ষিকা কিছু বলতে চাননি।

এই মুহূর্তে

আরও পড়ুন