Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গNew Jalpaiguri: উদ্ধার ৫৬জন যুবতী আটক ২জন! NJP স্টেশনের ক্যাপিটাল এক্সপ্রেস থেকে

New Jalpaiguri: উদ্ধার ৫৬জন যুবতী আটক ২জন! NJP স্টেশনের ক্যাপিটাল এক্সপ্রেস থেকে

চাকরি দেবার নাম করে তাদেরকে পাচার করতে নিয়ে যাচ্ছিলো একটি চক্র।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

NJP স্টেশন এ গতকাল ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬জন যুবতী কে উদ্ধার করল রেল পুলিশ। চাকরি দেবার নাম করে তাদেরকে পাচার করতে নিয়ে যাচ্ছিলো একটি চক্র। উদ্ধার হওয়া মেয়েরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদেরকে বলা হয়েছিল ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ স্বাধীন ভারতে প্রথমবার, দায়িত্ব সামলেছেন সকালেও; আচমকা ইস্তফা ধনখড়ের

যাদের নিয়ে যাওয়া হয়েছিল একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মহিলা। চাকরির আশায় সবাই  রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছিলেন। একসাথে এতজনকে দেখে সন্দেহ হয় ওই ট্রেনের দুজন যাত্রীর। ওই ৫৬ জন মহিলার সাথে আরো দুজন মানুষকে দেখে সন্দেহ হয় তাদের। তখনই তারা খবর দেন রেল আধিকারিক কে।

আরও পড়ুনঃ ‘সবে ছুটি হয়েছিল, মেয়ে তো এখনও বেরল না’, জ্বলতে থাকা স্কুলবাড়ির দিকে তাকিয়ে অসহায় মা; আগামীকাল রাষ্ট্রীয় শোক

সঙ্গে সঙ্গে ছুটে আসে রেল পুলিশ। ওই দুজনকে জিজ্ঞাসা বাদ করতে শুরু করলে তারা সত্যি কথা বলে দেয়। ৫৬ জন মহিলাকে সাথে সাথে উদ্ধার করা হয়। এদের মধ্যে শিলিগুড়ির বাইরে বসবাস করেন। তারা জানান  চাকরি দেওয়া হবে এই আশা দেখিয়ে  তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল

এই মুহূর্তে

আরও পড়ুন