Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling Mail: আবার পরিবর্তন, যত কান্ড দার্জিলিং মেল

Darjeeling Mail: আবার পরিবর্তন, যত কান্ড দার্জিলিং মেল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

যত কান্ড দার্জিলিং মেলকে নিয়ে, সবাই দার্জিলিং মেলকে চায়। তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না রেল, পরিবর্তন করছে। আবার তার সাথে সাথে শুরু হচ্ছে বিক্ষোভ। আপাতত এনজিপি থেকে  শিয়ালদা পর্যন্ত থাকছে দার্জিলিং মেল।

আরও পড়ুন: Return The Shoes: প্রাক্তনের থেকে জুতো ফেরত পেলেন শিলিগুড়ির বর্তমান মেয়র

শোনা যাচ্ছে জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল চালু করার আবেদন করছে জলপাইগুড়ির মানুষ। অন্যদিকে হলদিবাড়ি তো আছেই, আবার জংশন থেকেও শুরু হতে পারে দার্জিলিং মেল। সব মিলিয়ে রেল কর্তৃপক্ষ নিজেরাই বেকায়দায় পড়ে গেছে কোথা থেকে চালু করবে দার্জিলিং মেলকে!

আরও পড়ুন: Jadavpur University: মার্কশিট না-দেওয়ার সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কাদের?

শোনা যাচ্ছে আপাতত এনজিপি থেকে শিয়ালদা দার্জিলিং মেল চালু থাকার সিদ্ধান্ত নিতে চলেছে রেল। কারণ পরিবর্তন করলে, অন্যান্য জায়গা থেকে আবেদন চলে আসছে। তাই সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটাতে চলেছে রেলের পরিকল্পনা। হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল চলার সিদ্ধান্ত নিচ্ছিল রেল, তবে সেটা আপাতত বাতিল হতে চলেছে। রেল বোর্ড থেকে জানানো হয়েছে, শুধুই এই দিককার লোকের কথা ভাবলে তো হবে না যারা বাইরে থেকে আসছেন, তারাও ভালোভাবে জানেন এনজিপি থেকেই ছাড়ে দার্জিলিং মেল। কাজেই চট করে দিক পরিবর্তন করলে সমস্যায় হতে পারে বৈরাগত যাত্রীদের। তাই বাইরে যাত্রীদের কথাও ভাবতে চলেছে রেল। বোঝা না গেলেও রেল এর সিদ্ধান্ত যে কিছুটা নির্ভর করবে পর্যটকদের নিয়েও সেটা রেলের আধিকারিকদের কথাতেই বোঝা গেল।

এই মুহূর্তে

আরও পড়ুন