গরম কমলেও এখনই রেহাই নেই বৃষ্টির হাত থেকে। আবহাওয়া দফতর বলছে, আগামী তিন থেকে চারদিন একইরকম অবস্থা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত। সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। দু’টোই ভূপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে রয়েছে। এই দুইয়ের জেরে পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দিলীপ ঘোষের সঙ্গী জিয়ারুল আসলে কে? অর্জুনের বিস্ফোরক দাবি
এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিগত কয়েকদিনের মতো এদিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ৪ তারিখ অর্থাৎ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও বর্ধমানে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আজ বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস : কিন্তু সেই স্বাধীনতা আজ ঘোর বিপন্নে !
৫ তারিখেও একই ছবি দেখা যেতে পারে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এদিন কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি ছিল। আগামী কয়েকদিনও তাপমাত্রা মোটের উপর একই থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।