Friday, 8 August, 2025
8 August, 25
HomeকলকাতাRam Navami: কেষ্টপুরে রাম-নবমীর শোভাযাত্রা আটকাল পুলিশ, লকেটের সঙ্গে তুমুল কথা-কাটাকাটি

Ram Navami: কেষ্টপুরে রাম-নবমীর শোভাযাত্রা আটকাল পুলিশ, লকেটের সঙ্গে তুমুল কথা-কাটাকাটি

পুলিশের সঙ্গে কথাকাটাকাটি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কেষ্টপুরে রাম-নবমীর শোভাযাত্রায় মিছিল আটকাল পুলিশ। নির্দিষ্ট রুট দিয়ে মিছিল না যাওয়ায় আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে কথাকাটাকাটি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: “রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।” রণহুঙ্কারে শুভেন্দু 

রবিবার নিউটাউনের হনুমান মন্দির থেকে রাম-নবমীর শোভাযাত্রা বের হয়েছিল। স্কুটি নিয়ে সঙ্গে ছিলেন বিজেপি-র প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে সেই শোভাযাত্রা কেষ্টপুরে ঢুকতেই তা আটকে দেয় পুলিশ। তাদের দাবি, নির্দিষ্ট রুটে যাচ্ছিল না এই মিছিলটি। সেই কারণেই আটকানো হয়েছে তাদের। কিন্তু রামভক্তরা কথা না শোনায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন রামভক্তরা। ধস্তাধস্তি হয়। একই সঙ্গে পুলিশের সঙ্গেও লকেট চট্টোপাধ্যায় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: ক্যাম্পাসে চলছে রামের পুজো, গেরুয়া ধ্বজ উড়ছে ‘লাল’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

পরবর্তীতে মিছিলের রুট পরিবর্তন করেন রামভক্তরা। ঘুরিয়ে দেওয়া হয় শোভাযাত্রা। নির্দিষ্ট রুটে আবার মিছিল শুরু হয়। এ দিন লকেট চট্টোপাধ্যায় বলেন, “লকেট চট্টোপাধ্যায় এ দিন প্রশ্ন তোলেন, “কেন শুধুমাত্র রাম-নবমীতে এত নিষেধাজ্ঞা? অন্য সময় কেন পুলিশ কিছু বলে না? পার্ক-সার্কাসের উপর দিয়ে যখন হেলমেট না পরে চলে যায় তখন পুলিশ দাঁড়িয়ে দেখে কেন? যেমন দুর্গাপুজো পালিত হয়, তেমনই রাম-নবমী পালিত হচ্ছে। রাম-নবমী একটা আবেগ। যত আটকাবে আমরা তত বেরবো।”

এই মুহূর্তে

আরও পড়ুন