Tuesday, 8 July, 2025
8 July, 2025
Homeলাইফ-স্টাইলRelationship: রাতের আদরে ভাটা! যৌন মিলন বাধ্যতামূলক

Relationship: রাতের আদরে ভাটা! যৌন মিলন বাধ্যতামূলক

সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে, দাম্পত্য জীবনের উষ্ণতা ধরে রাখতে সপ্তাহে অন্তত একদিন যৌন মিলন বাধ্যতামূলক। আর তাতেই নাকি খুশি হন মহিলারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দাম্পত্য এবং যৌনতা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যৌন-সন্তুষ্টির উপর ভিত্তি করে সম্পর্কের বাঁধন নাকি আরও আঁটসাঁট হয়। তবে বেশিরভাগ যুগলই বলেন, বিয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌনতায় দেখা যায় ভাটার টান। এক ঘরে রাত কাটালেও বিছানায় ঝড় ওঠে না। তার ফলে বহু সম্পর্কে জটিলতাও দেখা যায়। সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে, দাম্পত্য জীবনের উষ্ণতা ধরে রাখতে সপ্তাহে অন্তত একদিন যৌন মিলন বাধ্যতামূলক। আর তাতেই নাকি খুশি হন মহিলারা।

আরও পড়ুন: শারীরিক সম্পর্ক করাটা নাকি তাঁর হবি; অভিনেতার উদ্দাম যৌনতাই ডেকে আনল বিপদ

কমপক্ষে ৫০০ জনকে নিয়ে সমীক্ষা করা হয়। ওই রিপোর্ট অনুযায়ী, তাঁদের মধ্যে ৮৫ শতাংশ মহিলা সপ্তাহে কমপক্ষে একবার উদ্দাম যৌনতায় মাতেন। তাঁরা যৌনজীবন নিয়ে বেশ সন্তষ্ট। আবার ৬৬ শতাংশ বিবাহিত মহিলা রয়েছেন যাঁদের হয়তো মনের মানুষের সঙ্গে মাসে মাত্র একবার শারীরিক মিলন হয়। তাঁরাও যৌন সম্পর্কে যথেষ্ট সন্তুষ্ট। তবে যাঁরা তার চেয়ে বেশি ব্যবধানে শরীরী খেলায় মেতে ওঠেন তাঁরা মোটেও যৌন জীবন নিয়ে খুশি নন। আর যৌনসন্তুষ্টি জীবনে না থাকলে তাঁরা অত্যন্ত খিটখিটে হয়ে পড়েন। আবার মানসিক অবসাদও তাঁদের দ্রুত গ্রাস করতে পারে।

আরও পড়ুন: কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার প্রেমিকা অন্যের শয্যাসঙ্গিনী

ঘনঘন যৌনতা মানেই যে দারুণ যৌন সন্তুষ্টি তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে, তুলনামূলকভাবে পুরুষরা দ্রুত যৌনতায় বিশ্বাসী। তাদের ফোর প্লে নিয়ে খুব বিশেষ মাথাব্যথা নেই। তবে মহিলাদের ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। সমীক্ষায় পাওয়া তথ্য বলছে, বহু মহিলাই মুখে স্বীকার না করলেও ফোর প্লে পছন্দ করেন। সঠিক ফোর প্লে না হলে শরীরী খেলায় নাকি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না তাঁরা। আবার সমীক্ষায় উঠে আসা আরও এক চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, মহিলাদের যৌনতৃপ্ত করা নাকি বেশ কঠিন। ১৮-২৪ বছর বয়সিরা তুলনামূলক সহজে যৌনতৃপ্ত হন। তবে ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের বিছানায় চরম তৃপ্তি দেওয়া নাকি বেশ কঠিন কাজ। এক্ষেত্রে নানা বয়সের কমপক্ষে ৫০০ মহিলার উপর সমীক্ষা করেই এমন বিস্ফোরক তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। তাই মনের মানুষের সঙ্গে শুধু এক বিছানায় না থেকে মাঝেমধ্যে দু’জনেই দু’জনের শরীরের গভীর অতলে হারিয়ে যান। তাতেই দেখবেন সম্পর্ক থাকবে তরতাজা।

এই মুহূর্তে

আরও পড়ুন