Tuesday, 4 November, 2025
4 November
HomeখেলাSiliguri : অনবদ্য শিলিগুড়ির রিচা

Siliguri : অনবদ্য শিলিগুড়ির রিচা

যে ধ্বংসাত্মক ভঙ্গিতে  রিচা ব্যাটিং করলেন  তাতে ভবিষ্যতে  তাকে নিয়ে অনেক স্বপ্ন  দেখতে পারবে ভারতীয় দল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

অসাধারণ রিচা ঘোষ, আজ তিনি  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ২১ বলে ৫৪ রান।  যার মধ্যে পাঁচটি ছয় এবং তিনটি চার আছে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  কুড়ি ওভারের ম্যাচে  প্রথমে ব্যাট করে  ভারত করে ২১৭ রান। পাঁচ নম্বরে নেমে  মাঠে মারের ফুলঝুরি ছুটিয়ে দেন  শিলিগুড়ির রিচা ঘোষ।

আরও পড়ুন: Cochbihar: ঝিনুক কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিনজন শিশুর

চতুর্দিকে মেরে  দিশেহারা করে দেন  ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। রিচার খেলায় খুশি ভারতীয় দল, খুশি শিলিগুড়ি ক্রিকেটপ্রেমী মানুষেরাও। যে ধ্বংসাত্মক ভঙ্গিতে  রিচা ব্যাটিং করলেন  তাতে ভবিষ্যতে  তাকে নিয়ে অনেক স্বপ্ন  দেখতে পারবে ভারতীয় দল।

আরও পড়ুন: Astrology Today, 20th December, 2024: অপেক্ষা কী করছে আপনার জন্য আজ শুক্রবারে?

আজকের খেলায়  শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে  ব্যাটিং করতে শুরু করেন রিচা। তার মারা ছয় গুলি ছিল  একেবারে দেখবার মত। নিখো ফিলিংস খেলে ফিরে যাওয়ার পর রিচা  জানালেন তিনি খুশি। ভবিষ্যতে আরো এই ধরনের ইনিংস খেলতে চান তিনি জানালেন রিচা ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন