কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
অবসরের পর শিলিগুড়িতে প্রথম এলেন ঋদ্ধিবান সাহা। জানালেন এবারে বাচ্চাদের সাহায্য করব। তিনি জানালেন আমার দরকার আরো উঠতি ক্রিকেটার তৈরি করা। ক্রিকেটের সাথে আমি যুক্ত থাকতে চাই। রিদ্ধিমান সাহা কে শিলিগুড়ি এক ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে সাহায্য করা হলো।
আরও পড়ুন: House No 32: ৩২ নম্বর ধানমন্ডিতে সুড়ঙ্গ রহস্য
কোচ জয়ন্ত ভৌমিকের সাথে একান্ত আলাপচারিতায় ঋদ্ধিমান সাহা জানালেন ক্রিকেট থেকে অবসর নিলেও আমার মত ক্রিকেট আছে এখনো। তাই উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চাই। ঋদ্ধিমান সাহা আরো জানালেন বাংলার আনাচে-কানাচে অনেক খেলোয়াড় আছে যাদের পাশে দাঁড়ানো আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এই বাংলা আমাকে অনেক কিছু দিয়েছে, বিনিময় আমি বাংলাকে কিছু ফিরিয়ে দিতে চাই।
আরও পড়ুন: Kolkata Narkeldanga Fire: আগুনে দগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের; বস্তি ঘিরে হাহাকার, ক্ষোভ দমকলের বিরুদ্ধে
আর সেটা হোক ক্রিকেটার মাধ্যম দিয়ে। ঋদ্ধিমান সাহা আরো জানালেন আমি নিজে মনে করি একজন ক্রিকেটারের দায়িত্ব অনেক থাকে, এই দায়িত্বগুলো পালন করতে হয় অবসরের পরেও। আমি শিলিগুড়ি কলকাতা দু জায়গায় উঠতি ক্রিকেটারদের সাহায্য করব।ঋদ্ধিমান সাহা আরো জানালেন, ভারতের প্রতিভা এখন অনেক আছে। ভালো জায়গায় থাকবে আমাদের দেশ।