Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গAlipurduar: ভয়ঙ্কর অবস্থা, গ্রামপঞ্চায়েতে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম অসুবিধা; ডেপুটেশন...

Alipurduar: ভয়ঙ্কর অবস্থা, গ্রামপঞ্চায়েতে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম অসুবিধা; ডেপুটেশন পেশ করল আরএসপি

আলিপুরদুয়ার জেলার ভাঙাচোরা ও বেহাল রাস্তাঘাটের দ্রুত মেরামতের দাবি সহ একাধিক দাবিতে আজ BDO-র নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন পেশ করল আরএসপি আলিপুরদুয়ার জেলা কমিটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আলিপুরদুয়ার ২ নং ব্লকের তুর্তুরি গ্রামপঞ্চায়েতের দামসিবাদ এলাকায় তুর্তুরি নদীর বাঁশের সাকো ভেঙে যাওয়ায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, পুলিশকে ছোড়়া হচ্ছে থান ইট, রণক্ষেত্র সল্টলেক

সাধারণ মানুষের এই দুর্দশা নিরসনে অবিলম্বে Digastar Management-এর মাধ্যমে পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বর্তমানে চলাচলের জন্য নৌকা বা বোর্টের ব্যবস্থা এবং আলিপুরদুয়ার জেলার ভাঙাচোরা ও বেহাল রাস্তাঘাটের দ্রুত মেরামতের দাবি সহ একাধিক দাবিতে আজ BDO-র নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন পেশ করল আরএসপি আলিপুরদুয়ার জেলা কমিটি।

ডেপুটেশন শেষে জেলা সম্পাদক সুব্রত রায় সাংবাদিকদের জানান—

“এটি সাধারণ মানুষের অর্থে গড়া রাস্তা ও সেতু। মানুষের স্বার্থেই প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, নইলে আরএসপি জেলা কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

আরও পড়ুনঃ নবান্নের নির্দেশিকা! সব হলে ‘প্রাইম টাইম’-এ রাখতে হবে একটি বাংলা ছবি

ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুব্রত রায়, জেলা কমিটির সদস্য কিশোর মিঙ, সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এই মুহূর্তে

আরও পড়ুন