আলিপুরদুয়ার ২ নং ব্লকের তুর্তুরি গ্রামপঞ্চায়েতের দামসিবাদ এলাকায় তুর্তুরি নদীর বাঁশের সাকো ভেঙে যাওয়ায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, পুলিশকে ছোড়়া হচ্ছে থান ইট, রণক্ষেত্র সল্টলেক
সাধারণ মানুষের এই দুর্দশা নিরসনে অবিলম্বে Digastar Management-এর মাধ্যমে পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বর্তমানে চলাচলের জন্য নৌকা বা বোর্টের ব্যবস্থা এবং আলিপুরদুয়ার জেলার ভাঙাচোরা ও বেহাল রাস্তাঘাটের দ্রুত মেরামতের দাবি সহ একাধিক দাবিতে আজ BDO-র নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন পেশ করল আরএসপি আলিপুরদুয়ার জেলা কমিটি।
ডেপুটেশন শেষে জেলা সম্পাদক সুব্রত রায় সাংবাদিকদের জানান—
“এটি সাধারণ মানুষের অর্থে গড়া রাস্তা ও সেতু। মানুষের স্বার্থেই প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, নইলে আরএসপি জেলা কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
আরও পড়ুনঃ নবান্নের নির্দেশিকা! সব হলে ‘প্রাইম টাইম’-এ রাখতে হবে একটি বাংলা ছবি
ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুব্রত রায়, জেলা কমিটির সদস্য কিশোর মিঙ, সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব।