দেবজিৎ মুখার্জি; মুর্শিদাবাদ:
বছর টপকালেই বিধানসভা নির্বাচন। যদিও এখন থেকেই এক ভোট পরিবেশ তৈরি হয়ে গিয়েছে গোটা বাংলায়।
আরও পড়ুনঃ “আমি সেই মেয়ে”! উত্তরবঙ্গে সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ; এলাকায় আগুনপাখি মীনাক্ষী
একাধিক ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিক দলগুলি প্রচার চালানোর পাশাপাশি কটাক্ষ করছে বিরোধীদের। এই আবহাওয়ায় মুর্শিদাবাদের সালারে ঘটে এক ভয়াবহ ঘটনা। গণধর্ষণের শিকার হন এক কিশোরী। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়। ঘটনায় একাধিক গ্রেফতারও হয়েছে।
এবার এই ব্যাপারে ময়দানে নামল আরএসপি। ধর্ষিতা- নির্যাতিতা কিশোরীর পরিবারের সাথে সাক্ষাৎ করে দলের মহিলা সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয়, পরিবারের পাশে থাকার আশ্বাস পর্যন্ত দেওয়া হয় তাদের তরফ থেকে। এছাড়া ঘটনায় যুক্ত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে স্মারকলিপি তুলে দেওয়া হয় সালার থানার ওসির সামনে।
আরও পড়ুনঃ ছিলেন পেপার বয়! বড় হয়েছেন ‘সুজিতের ছায়ায়’; মুর্শিদাবাদ টু কলকাতা নিতাই দত্ত
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক ঈদ মহাম্মদ, আরএসপি নেতা জামাল চৌধুরী, মহিলা নেত্রী শেফালি কুড়ি, যুবনেতা মনজিৎ চোধুরী, ছাত্রনেতা রুবেল শেখ সহ অন্যান্যরা।
ঘটনা প্রসঙ্গ দলের জেলা সম্পাদক নওফেল মহাম্মদ সফিউল্লা (আলবার্ট) বলেন, “নির্যাতিতার পরিবারের উপর ভয়ের পরিবেশ তৈরি করছে শাসকদলের একাংশ। পরিবার যাতে নিরাপত্তা পায়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। যদি সালারকে দুষ্কৃতমুক্ত করার জন্য পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা বড় আন্দোলনের পথে হাঁটবো।”