Saturday, 2 August, 2025
2 August, 25
Homeরাজ্যKumbh Mela: আসানসোলে মহাকুম্ভ; ভিড়ের পিছনে ছিল অন্য ঘটনা

Kumbh Mela: আসানসোলে মহাকুম্ভ; ভিড়ের পিছনে ছিল অন্য ঘটনা

টিকিট বিক্রিও নির্দিষ্ট সময় বন্ধ করে দেওয়া হয়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আসানসোল: দিল্লির স্টেশনের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা, কুম্ভে বিপর্যয় নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। এর মধ্যেই আসানসোলে কুম্ভগামী যাত্রীদের ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল।

প্ল্যাটফর্ম নয়, ট্রেন ধরতে লাইনেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় আরপিএফ ও জিআরপিকে।

কয়েকজন মহিলা যাত্রী হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। পরে নিরাপত্তারক্ষীরা দেড়শো জন করে যাত্রীদের লাইন করে ট্রেনে তোলেন। সন্ধ্যা ৭টা ৪০ নাগাদ স্টেশন ছেড়ে যায় প্রয়াগরাজগামী আসানসোল ভাওনগর (আমেদাবাদ) সাপ্তাহিক এক্সপ্রেস।

আরও পড়ুন: Parrot: শিলিগুড়িতে টিয়া পাখির ভোজ: এক নয়নাভিরাম দৃশ্য

আসানসোল রেল ডিভিশন সূত্রে খবর, এই ট্রেনের জন্য প্রায় দু’হাজারের কাছাকাছি যাত্রী ছিলেন। তাঁদের টিকিট দেখে হোল্ডিং এরিয়ার কিউ লাইন দিয়ে স্টেশনে ঢুকতে দেওয়া হয়। টিকিট বিক্রিও নির্দিষ্ট সময় বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু, হোল্ডিং এরিয়ার বাইরে কিছু বিনা টিকিটের যাত্রী ভিড় জমান। তাঁরাই কিউ লাইনে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে রেল কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে হবে বলে মনে করছেন যাত্রীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন