Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশNew Delhi: বিশ্বের খেলাটাই যাবে বদলে; রাশিয়া, ভারত ও চিন একজোট হচ্ছে...

New Delhi: বিশ্বের খেলাটাই যাবে বদলে; রাশিয়া, ভারত ও চিন একজোট হচ্ছে ‘থ্রি মাস্কেটিয়ার্স’

চমকে যাবে গোটা বিশ্ব। সূত্রের খবর, রাশিয়া, চিন ও ভারত একজোট হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এক হতে পারে তিন মাথা, আর তা হলে চমকে যাবে গোটা বিশ্ব। সূত্রের খবর, রাশিয়া, চিন ও ভারত একজোট হতে পারে। পুরনো সম্পর্ককেই আবার নতুন করে গড়তে চাইছে চিন। সমর্থন জানাচ্ছে রাশিয়াও। তবে ভারত এখনও পর্যন্ত কোনও বৈঠকে রাজি হয়নি বলেই জানা গিয়েছে।

পশ্চিমি দুনিয়ার দেশগুলির একাধিপত্য রুখতে চায় চিন। পাশে রয়েছে রাশিয়াও। আর এখানেই ভারতকেও পাশে চাইছে তারা। যেভাবে বৈশ্বিক শক্তি হয়ে উঠছে ভারত, তাতে চিন-রাশিয়া বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। রাশিয়া-ভারত ও চিন মিলে ইউরেশিয়ান ত্রিশক্তি গড়তে চাইছে যা পশ্চিমি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। মাস খানেক আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছিলেন, এই ত্রিশক্তির কাজ আবার শুরু হওয়া উচিত।

আরও পড়ুনঃ ‘তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে’; রাতেই দুর্গাপুরের সভার সুর বেঁধে দিলেন মোদী

চিনও রাশিয়ার এই উদ্যোগে সমর্থন জানায়। এতে শুধুমাত্র তিন দেশের উপকার হবে, তাই নয়, বরং এই অঞ্চল তথা বিশ্বের নিরাপত্তা ও স্থিতাবস্থাও ফিরবে বলে জানিয়েছিল চিন। বৃহস্পতিবারই রাশিয়ার একটি সংবাদমাধ্যম সে দেশের উপ-বিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে বলে যে এই বিষয় নিয়ে বেজিং ও নয়া দিল্লির মধ্যে কথাবার্তা চলছে।

প্রসঙ্গত, আগে এই তিন দেশ একসঙ্গে কাজ করেছে। আরআইসি(RIC)-র অধীনে ২০টিরও বেশি বৈঠকও হয়েছিল, তবে ২০২০ সালে করোনা মহামারি ও তারপর পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের পর আলোচনা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ভারত একদিকে যেমন ব্রিকসের সদস্য, তেমনই আবার আমেরিকা, জাপানের সঙ্গে কোয়াডের সদস্যও। চিন মনে করে, তাদের উত্থানকে রুখতেই কোয়াড তৈরি। তাই রাশিয়াকে নিজের দলে টেনে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে চিন।

আরও পড়ুনঃ  স্বাদ বদলে যাবে! আখের রস দিয়ে তৈরি হবে কোকাকোলা

যদিও ভারত সরকার এই বিষয়ে এখনও কোনও সদুত্তর দেয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এটি একটি মেকানিজম যেখানে তিন দেশ মিলিত হয়ে বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে। যখন এই বৈঠক হবে, তখন আমরা মিলিতভাবে একটি তারিখ স্থির করব।”

এই মুহূর্তে

আরও পড়ুন