Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজIndia-Russia Relation: ‘ভারত-রাশিয়ার সম্পর্ক ভাঙার চেষ্টা করলে, তা বিফল হবেই’, বললেন রাশিয়ার...

India-Russia Relation: ‘ভারত-রাশিয়ার সম্পর্ক ভাঙার চেষ্টা করলে, তা বিফল হবেই’, বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময়ের এবং তা ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নাপসন্দ আমেরিকার। রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলে, শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চাপের মুখেও নতিস্বীকার করেনি ভারত। এই বন্ধুত্বের সম্পর্ককে সম্মান দিল রাশিয়াও।

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময়ের এবং তা ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে। যারাই এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে, তারা বিফল হতে বাধ্য”।

আরও পড়ুনঃ যুদ্ধ-হামলা-ঘৃণার উপরে মানুষ সত্য! সমর্থককে বুকে জড়িয়ে ধরলেন ভারতীয় ভক্ত

আমেরিকা ও ন্যাটো সদস্য দেশগুলির চাপের মুখেও ভারত যেভাবে দৃঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি, তার প্রশংসা করেন  সে দেশের বিদেশমন্ত্রী। ভারত-রাশিয়ার সুদীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক ও ঐতিহ্যের কারণেই ভারত এমন অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিষয়ে তারা যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, তার প্রমাণ আমেরিকার কাছে মাথা নত করেনি ভারত।

প্রসঙ্গত, ভারত ও রাশিয়া চলতি মাসেই যৌথ সামরিক অভিযানে সামিল হতে চলেছে। মহাকাশ মিশনেও ভারতকে সাহায্য করছে রাশিয়া, রসকসমসে প্রশিক্ষণ চলেছিল ভারতীয় মহাকাশচারীদের। এছাড়া বাণিজ্য সম্পর্ক তো আছেই।

আরও পড়ুনঃ ‘রিটার্ন গিফ্ট’ গোটা দেশ ও ভারতীয় সেনাকে সূর্যর

এদিকে ভারতের সঙ্গে রাশিয়ার এই সম্পর্ক নিয়ে গোঁসা মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের যুদ্ধ থামাতে চান ট্রাম্প। রাশিয়ার উপরে চাপ তৈরি করতেই তিনি ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছেন। ন্যাটো ও জি-৭ সদস্য দেশগুলির কাছেও ভারত, চিনের উপরে শুল্কের চাপ বাড়ানোর আর্জি জানিয়েছেন ট্রাম্প।

এই মুহূর্তে

আরও পড়ুন