রুশ তেলবোঝাই জাহাজ আসছিল ভারতে। কিন্তু মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হল সেই জাহাজ! এখন সেই জাহাজ বালটিক সাগরে চক্কর কাটছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছে আরেকটি প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের ‘নির্দেশে’ কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসবে নয়াদিল্লি?
আরও পড়ুনঃ কী ভাবে ঢুকেছিলেন হোটেলের ঘরে মহারাষ্ট্রের “নিহত নির্যাতিতা চিকিৎসক”? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ!
দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থামার পাত্র নন। গত শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যেই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইতিমধ্যেই চিন রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশে কমিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত পুরোপুরি তেল কেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে।”
এহেন পরিস্থিতিতেই ভারতমুখী রুশ তেলবাহী জাহাজ ঘুরিয়ে দেওয়া হল! সংবাদসংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর, ফুরিয়া নামে একটি জাহাজ ডেনমার্ক এবং জার্মানির মধ্য দিয়ে আসছিল। গুজরাটের সিক্কা বন্দরে আসার কথা ছিল জাহাজটির।
আরও পড়ুনঃ নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থকেরা; হাসিনার ভোট বয়কটের ডাক
৭ লক্ষ ৩০ হাজার ব্যারেল রুশ তেল নিয়ে গত ২০ অক্টোবর রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে ওই জাহাজ ছেড়েছিল। নভেম্বর মাসের মাঝামাঝি ভারতে আসার কথা ছিল ফুরিয়ার। গুজরাটের ওই বন্দরের কাছেই রিলায়্যান্স এবং ভারত পেট্রোলিয়ামের শোধনাগার রয়েছে।
কিন্তু মঙ্গলবার ওই জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে ব্লুমবার্গ সূত্রে জানা গিয়েছে। আপাতত রুশ তৈলবাহী জাহাজটি বালটিক সাগর থেকে মিশরের সাইদ বন্দরের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই রাশিয়ার দুই বৃহত্তম শোধনাগারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তার পরেই ভারতমুখী জাহাজ ঘুরিয়ে দেওয়া হল। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্পের কথামতো রুশ তেল কেনা বন্ধ করে দিল ভারত?





