Thursday, 8 May, 2025
8 May, 2025
Homeআন্তর্জাতিক নিউজPM Modi-Putin: মোদীর পাশে পুতিন; সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আসছেন ভারতে

PM Modi-Putin: মোদীর পাশে পুতিন; সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আসছেন ভারতে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করবে রাশিয়া

হেলগামে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় কড়া নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  ফোন করেন তিনি। জানালেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করবে রাশিয়া। সীমান্তে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে তাঁর অত্যন্ত উদ্বিগ্ন।

সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পহেলগামের ঘটনা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসে। ঠিক সেই সময়ই মোদীকে ফোন করেন পুতিন। দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: পহেলগাম হামলার প্রস্তুতি? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল; প্রধানমন্ত্রীর দফতরে একের পর এক বৈঠক, এক নজরে ১০ বড় বিষয়

কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এদিনই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পহেলগামের ঘটনার নিন্দা করলেও সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেননি।

বিদেশমন্ত্রক সূত্রে খবর প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ৮০তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পুতিনকে। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন: দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কাশ্মীরে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া সফর বাতিল করেছিলেন।  তবে ক্রেমলিন সোমবার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। সম্ভবত চলতি বছরের শেষের দিকেই তিনি ভারতে আসতে পারেন।

অন্যদিকে, ভারত এবং পাকিস্তানের মধ্যে পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রশমন চেয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে নেমেই ভারত-পাক উত্তেজনা প্রশমনের বার্তা দেন তিনি।

চলতি সপ্তাহেই ভারত সফরে আসার কথা আরাঘচির। অনেক দিন আগেই ইরানের বিদেশমন্ত্রীর ভারত সফরের সূচি স্থির ছিল। পহেলগামের হামলার কারণে তা কিছুটা পিছিয়ে যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন