Thursday, 6 November, 2025
6 November
Homeআন্তর্জাতিক নিউজKyiv: যুদ্ধ শেষের পথে! অবশেষে কিভে ঢুকে পড়ল রুশ সেনা

Kyiv: যুদ্ধ শেষের পথে! অবশেষে কিভে ঢুকে পড়ল রুশ সেনা

এক সপ্তাহের ধারাবাহিক সামরিক অভিযানে ইউক্রেনের সাতটি জনপদ দখলের পর আরও কিভের দিকে আরও অগ্রসর হল, প্রেসিডেন্ট পুতিনের সেনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র,কলকাতাঃ

এই বছরের ফেব্রুয়ারী মাসে পাঁচ বছর পূর্ণ করল রুশ-ইউক্রেন সংঘাত।এবার সেই যুদ্ধেই বড়সড় সাফল্য পেয়েছে রুশসেনা।রাজধানী কিভের ‘লজিস্টিক হাব’ পোক্রোভস্ক দখল রাশিয়ান ফৌজের।

পেক্রোভস্ক দখলের দাবি রুশসেনার

এক সপ্তাহের ধারাবাহিক সামরিক অভিযানে ইউক্রেনের সাতটি জনপদ দখলের পর আরও কিভের দিকে আরও অগ্রসর হল, প্রেসিডেন্ট পুতিনের সেনা। তীব্র লড়াইয়ের পরে বুধবার ডনেৎস্ক ওব্লাস্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও প্রশাসনিক কেন্দ্র পোক্রোভস্ক রুশ ফৌজের দখলে এসেছে বলে দাবি করেছে ক্রেমলিন।

আরও পড়ুনঃ তেজস্বী-সহ ১৩১৪ জন প্রার্থীর পরীক্ষা; নীতীশের রাজ্যে এনডিএ না মহাগঠবন্ধন?

১৩৫০তম দিন পূর্তি

সকলের জানা বিগত পাঁচ বছরের কিছু বেশি সময় ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ।বিগত,২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন পুতিন।তারপর থেকেই একদিকে  ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন খোটা পশ্চিম ইউরোপ,আরেকদিকে রাশিয়া ও বেলারুশের মতো পূর্ব ইউরোপের দু-একটি দেশ।সেই যুদ্ধের ১৩৫০তম দিন পূরণ হল।

কৌশলগত তাৎপর্যপূর্ণ!

ইউক্রেনের রাজধানী কিভের দিকে অগ্রসর হয়ে রুশ ফৌজের নতুন শহর দখলকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা। বস্তুত, কিভের ‘লজিস্টিক হাব’ পরিচিত পোক্রোভস্ক ইউক্রেন সেনার প্রতিরক্ষা ব্যূহের অন্যতম প্রাণকেন্দ্র ছিল।তার জেরেই আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধ বিশেষজ্ঞদের মত এভাবে চলতে থাকলে ইউক্রেনকে রুশ আধিপত্যাধীন হবার থেকে ন্যাটো রক্ষা করতে আর পারবে না।যদিও একদা ৬০ হাজারের বেশি জনসংখ্যার শহরটি গত সাড়ে তিন বছরের ধারাবাহিক রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

আরও পড়ুনঃ তেজস্বী-সহ ১৩১৪ জন প্রার্থীর পরীক্ষা; নীতীশের রাজ্যে এনডিএ না মহাগঠবন্ধন?

উভয় পক্ষের দাবী

রুশ প্রতিরক্ষা দফতর শনিবার জানিয়েছিল, গত ২৫-৩১ অক্টোবরের লড়াইয়ে খারকিভ, জ়াপোরিঝিয়া এবং নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ওই জনপদগুলি ‘মুক্ত’ করা হয়েছে। এর পরে বুধবার আরও উত্তরে অগ্রগতির দাবি করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর ফ্রন্টলাইন লজিস্টিকসের জন্য গুরুত্বপূর্ণ ছিল পোক্রোভস্ক। এর ফলে পুরোদমে শীতের তুষারপাত শুরুর আগে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং রসদ সরবরাহে অসুবিধায় পড়বে তারা। উত্তরের পাশাপাশি মঙ্গলবার রাতে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেও হামলা চালিয়েছে মস্কো। পাশাপাশি,জ়েলেনস্কি সরকারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে, রুশ ড্রোনের নিশানায় ছিল বন্দর এবং অসামরিক জ্বালানি সরবরাহ কেন্দ্র।

এখন গোটা বিশ্বের তাবড় তাবড় দেশ সহ গোটা বিশ্বের আপামর নাগরিক সমাজের কাছে একটাই প্রশ্ন,তবে কি ইউক্রেনের পরাধীনতাতেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে?

এই মুহূর্তে

আরও পড়ুন