Thursday, 17 July, 2025
17 July, 25
Homeউত্তরবঙ্গSiliguri: উত্তরবঙ্গকে গুরুত্ব! শিলিগুড়িতে বনমহোৎসব আয়োজন

Siliguri: উত্তরবঙ্গকে গুরুত্ব! শিলিগুড়িতে বনমহোৎসব আয়োজন

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে শিলিগুড়িতে বনমহোৎসব আয়োজন করতে চলেছে বন দপ্তর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত; শিলিগুড়িঃ

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে শিলিগুড়িতে বনমহোৎসব আয়োজন করতে চলেছে বন দপ্তর। শামিল হবেন রাজ্যের একঝাঁক হেভিওয়েট মন্ত্রী ও আমলা। সেদিনই বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলতে পারে নতুন অতিথিদের। তালিকায় রয়েছে এশিয়াটিক ওয়াইল্ড ডগ থেকে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ঘড়িয়াল, বিদেশি পাখি সহ একাধিক প্রাণী। রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানা থেকে তাদের নিয়ে আসা হয়েছে বেঙ্গল সাফারিতে। তবে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এনক্লোজারে রাখা হয়েছে তাদের। এপ্রসঙ্গে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘প্রত্যেকটি প্রাণীই সুস্থ। তারা বর্তমানে কোয়ারান্টিনে। খুব তাড়াতাড়ি জনসমক্ষে আনার কথা ভাবা হচ্ছে।’

আরও পড়ুনঃ ‘হাঁড়িভাঙা’ কৌশল! ইউনূস মোদীকে পাঠাচ্ছেন হাজার কেজি আম!

সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লেপার্ড, ঘড়িয়াল সহ আরও একাধিক প্রাণী আগে থেকেই রয়েছে। সিকিম থেকে এর আগে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার আনা হয়েছিল। তাদের প্রজননের পর সংখ্যা বেড়ে দাঁড়ায় চার। একটি ব্ল্যাক বিয়ার পাঠানো হয়েছে অন্য চিড়িয়াখানায়। এরইমধ্যে দুজনের সঙ্গী হিসেবে আলিপুর চিড়িয়াখানা থেকে আরও একজোড়া শিডিউল-১ তালিকাভুক্ত হিমালয়ান ব্ল্যাক বিয়ার আনা হয়েছে। বর্তমানে পার্কে ব্ল্যাক বিয়ারের সংখ্যা পাঁচ। এসেছে দুটো এশিয়াটিক ওয়াইল্ড ডগ (ঢোলে), দুই জোড়া করে বিদেশি পাখি স্টর্কস ও স্পুন বিলস। জুনের মাঝামাঝি সময়ে গ্রিন করিডর করে আলিপুর চিড়িয়াখানা থেকে পাখি ও প্রাণীদের আনা হয় সাফারি পার্কে। সঙ্গে ছিল চিকিৎসকদের দল ও লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুনঃ শুরু প্রস্তুতি! ঘরে ফেরার পালা শুভাংশুদের

এখান থেকে ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানায় গতবছর একটি রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানো হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গেল, রয়্যাল বেঙ্গল টাইগারটি ত্রিপুরায় তিন শাবকের জন্ম দিয়েছে। বনকর্তারা জানিয়েছেন, মা ও শাবক উভয়েই সুস্থ। তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। দেওয়া হচ্ছে পরিমিত খাবার ও জল। কড়া নজর রাখছেন চিকিৎসকরা।

এই মুহূর্তে

আরও পড়ুন