ভারতজুড়ে স্যাটেলাইট-জ্যামার মোতায়েন — পাকিস্তানের টার্গেটিং ক্ষমতা এখন অকার্যকর।
ভারত বড় পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুনঃ মৃত্যুদণ্ড হতে পারে জেনেও লড়াইয়ে অবিচল হাসিনা
দেশের সব বড় শহর, শিল্পকেন্দ্র, সামরিক বেস ও কৌশলগত স্থাপনার চারপাশে স্যাটেলাইট-ন্যাভিগেশন জ্যামার ও স্পুফার মোতায়েন শুরু হয়েছে। এই বেষ্টনী এখন মধ্য ও পূর্ব ভারত পর্যন্ত পৌঁছে গেছে।
পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা হলো—
তাদের লং-রেঞ্জ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্ট্যান্ড-অফ অস্ত্র sat-nav ছাড়া চলতেই পারে না।
ভারত এক ধাক্কায় সেই জায়গাটাই ভেঙে দিল।
আরও পড়ুনঃ সূর্যের তীব্র তাপ, তিন ভাগে টুকরো টুকরো হয়ে গেল ধূমকেতু ATLAS
এখন পাকিস্তানের টার্গেটিং ভুল করবে, পথ হারাবে, আর আঘাত ব্যর্থ হবে—
কারণ ভারত আকাশ-যুদ্ধক্ষেত্রকে পুরোপুরি ইলেকট্রনিকভাবে সিল করে দিচ্ছে।
ভারতের বার্তা খুব স্পষ্ট—
যুদ্ধের নতুন ডোমেইন হলো ইলেকট্রনিক যুদ্ধ, আর সেখানে ভারতই এখন শীর্ষে।









