Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeআবহাওয়াWeather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি 

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি 

সমুদ্রে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আরও একবার সিঁদুরে মেঘ দেখছে বাংলা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

দুই বাংলার উপকূলের কাছেই বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ তৈরি এই নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে তৈরি একটি নিম্নচাপের হাত ধরেই গত ২৯ মে বাংলায় বর্ষাকাল শুরু হয়েছিল। এর পরে ১৭ জুন সমুদ্রে ফের একটি নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে দক্ষিণবঙ্গে আনে।

আরও পড়ুন: মিছিল আটকে প্রশ্নের মুখে পুলিশ; বিচারের দাবিতে পথে নাগরিক মঞ্চ

ওই দিন থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হয়। পরের ১২ দিনে উপর্যুপরি তিনটি নিম্নচাপ তৈরি হয়েছে সমুদ্রে। তার মধ্যে রবিবার তৈরি নিম্নচাপটিই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি নামাবে বলে মনে করা হচ্ছে।

কয়েক দিন আগেই ওডিশা উপকূলের কাছে তৈরি শক্তিশালী একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় তুমুল বৃষ্টি নামিয়ে সরে গিয়েছিল ঝাড়খণ্ডের দিকে। সে রাজ্যেও বিপুল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কিছু কিছু এলাকায়।

এ বার সমুদ্রে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আরও একবার সিঁদুরে মেঘ দেখছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপগ্রহচিত্র থেকে পাওয়া ছবি থেকে মনে করা হচ্ছে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ওই নিম্নচাপটি ফের ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোর নতুন করে ভেজার সম্ভাবনা খুব বেশি।

হাওয়া অফিসের মতে আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। গত কয়েক দিন নিয়মিত বৃষ্টির ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে।

আরও পড়ুন: চাপে শাসক তৃণমূল! দোলে সংসার! ঘরে অস্বস্তি মদন-কল্যাণ-মহুয়া বিরোধে, বাইরে জারি বিক্ষোভ

রবিবার কলকাতার সর্বোচ্চ (৩০.৬ ডিগ্রি) ও সর্বনিম্ন (২৫.৭ ডিগ্রি) তাপমাত্রার ব্যবধান পাঁচ ডিগ্রি সেলসিয়াসেরও কম ছিল।

হাওয়া অফিস জানিয়েছে, আজ ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রতি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাব‍না রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাসও আছে।

এই সাত দিনের প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১৫টি জেলাতেই। বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলের দিকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন