Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যWeather Forecast: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি; দক্ষিণবঙ্গে বজ্রপাতের আশঙ্কা, সন্ধে হতেই দেখা মিলবে কালবৈশাখীর

Weather Forecast: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি; দক্ষিণবঙ্গে বজ্রপাতের আশঙ্কা, সন্ধে হতেই দেখা মিলবে কালবৈশাখীর

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির দাপট বাড়বে।

সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বৃষ্টিরও দেখা মিলেছে। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দেখা মিলছে এই ভরা বৈশাখে। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের শেষ পর্যন্ত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করল হাওয়া অফিস।

আরও পড়ুন: ভয়ানক কাণ্ড দুবাইয়ে!  দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খু*ন পাক নাগরিকের

দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা।

তবে চলতি সপ্তাহের শনিবার দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। উত্তরবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদায় ঝড়বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:  বুধবার ভোরে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা! উৎসস্থল ছিল এ বার আফগানিস্তান

আজ সকালে আকাশ মেঘলা থাকলেও দুপুরের দিকে গরম ও আর্দ্রতা বাড়বে। তবে এত সহজে বৃষ্টি কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বিকেলে বা সন্ধ্যাবেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি, সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। বিহার, আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও ঝাড়খণ্ডে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তাপপ্রবাহের সতর্কতা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে।

এই মুহূর্তে

আরও পড়ুন