Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাSummer Vacation: "ছুটির সরকার"! খুশি নন অভিভাবক, শিক্ষকরা

Summer Vacation: “ছুটির সরকার”! খুশি নন অভিভাবক, শিক্ষকরা

অভিভাবকেরাও ছুটি চান না। তাদের অভিযোগ, এভাবে স্কুলে ছুটি দিয়ে সরকার জেনেবুঝেই শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে চাইছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জুন মাসের মাঝামাঝি হয়ে গেলেও বর্ষার দেখা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে প্যাচপ্যাচে গরম। এই অবস্থায় নানান মহল থেকে স্কুল পড়ুয়াদের মর্নিং ক্লাস শুরু করার দাবি উঠলেও এখনও অবধি তেমনটা হয়নি। উল্টে শুক্র ও শনিবার বাংলার সকল বিদ্যালয়ে (পার্বত্য এলাকা বাদে) পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতেই অসন্তুষ্ট অভিভাবক, শিক্ষকরা।

এই বছর রাজ্যের বিদ্যালয়গুলিতে এক মাসের বেশি গরমের ছুটি ছিল। সেই ছুটি কাটিয়ে গত ২ জুন থেকে ফের ক্লাস শুরু হয়। তারপর কয়েকদিন ক্লাস হতে না হতেই তাপপ্রবাহের জেরে ফের দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তাতেই অসন্তুষ্ট শিক্ষক ও অভিভাবকদের একাংশ। তাঁদের প্রশ্ন, ছুটি দিয়েই কি সমস্যার সমাধান করা সম্ভব? এভাবে চলতে থাকলে পড়ুয়াদের সিলেবাস কবে শেষ হবে?

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে! খুন করে বোরখা পরে শিলিগুড়িতে সোনম

স্কুল শিক্ষক ও অভিভাবকদের একাংশের কথায়, এক মাসের বেশি সময় ধরে স্কুলগুলিতে গরমের ছুটি ছিল। এখন যদি আবারও ছুটি দেওয়া হয় তাহলে পঠনপাঠন কবে শেষ হবে? এর চেয়ে মর্নিং ক্লাস বাস্তবসম্মত সমাধান হতে পারতো। শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে এই পদক্ষেপের বিরোধিতা করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে ঘুম ভাঙল বর্ষার, বড় আপডেট দিল হাওয়া অফিস

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শুক্র ও শনিবার পার্বত্য এলাকা বাদে রাজ্যের সব স্কুলে পঠনপাঠন স্থগিত থাকবে। তবে স্কুল শিক্ষা দফতর পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ক্লাস স্থগিত রাখা হলেও শিক্ষক-শিক্ষকাদের স্কুলে হাজির হতে হবে। সরকারের এই ছুটি দেওয়ার সিদ্ধান্ত খুশি নন শিক্ষক ও অভিভাবকদের একাংশ। এর পরিবর্তে মর্নিং স্কুলের পক্ষপাতী তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন