Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাRG Kar Case: সঞ্জয় এর যাবজ্জীবন, অর্থ নিতে নারাজ নির্যাতিতার বাবা

RG Kar Case: সঞ্জয় এর যাবজ্জীবন, অর্থ নিতে নারাজ নির্যাতিতার বাবা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিচারক দাস বলেন, ‘‘আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে।’’

আরও পড়ুন: Today’s horoscope: আজ ২০ জানুয়ারি ২০২৫ সোমবার; মহাদেবের আশির্বাদে কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন?

দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও সাত লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে।  জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ। নির্যাতিতার বাবা অবশ্য জানান, ক্ষতিপূরণ চান না। তাঁর উদ্দেসে বিচারক বলেন, ‘‘আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। আমাকে এমন বলা হলে আমিও তাই করতাম।’’

আদালতের নির্দেশ শুনে কাঁদো কাঁদো দেখা গেল দোষী সঞ্জয় রায়কে। বিড়বিড় করে কিছু বলতে থাকেন তিনি।

আরও পড়ুন: Kho Kho World Cup: খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল

আরজি কর মামলার রায় ঘোষণা। সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অনির্বাণ দাস। জানানো হয়েছে, ৬৪, ৬৬ ও ১০৩ নম্বর ধারায় দোষী সাব্যস্ত হলেও এগুলি বিরল ঘটনা নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন