Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গAbhishek Banerjee: খোদ সেকেন্ড ইন কমান্ড এবার মেনে নিলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে

Abhishek Banerjee: খোদ সেকেন্ড ইন কমান্ড এবার মেনে নিলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরজি কর নিয়ে শিল্পীদের একাংশকে বয়কট প্রসঙ্গে নিজের পুরনো অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুধবার আবার জানিয়ে দিয়েছেন, তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না।

বুধবার দক্ষিণ ২৪ পরগণার ফলতায় ‘সেবাশ্রয়’ শিবিরে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে দাঁড়িয়েই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন তিনি। অভিষেক বলেন, একটি বড় রাজনৈতিক দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক। একইসঙ্গে এও স্পষ্ট করে দেন, দলের ঊর্ধ্বে কেউ নন।

আরও পড়ুন: MLA Shankar Ghosh: নিজেরা নিজেদের মারছে, লজ্জাজনক ঘটনা

সম্প্রতি মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছেন। সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন মালদহ শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকে এক তৃণমূল কর্মী খুন হন। এই ঘটনাতেও ফের শিরোনামে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিষেক

তৃণমূল নেতা বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের সর্বময় নেত্রীও। মালদহের ঘটনায় তৃণমূলেরই একজন নেতা গ্রেফতার হয়েছেন’। অভিষেক বলেন, ‘কখনও দেখাতে পারবেন, উত্তরপ্রদেশের কোনও বিজেপি নেতা অপরাধের ঘটনায় গ্রেফতার হয়েছেন? আমরা তদন্তের মতো তদন্ত করি। কেউ যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকে, সে যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক, যে ধর্ম বর্ণের হোক, একজন দোষী দোষীই। অপরাধীর কোনও জাতি অথবা ধর্ম হয় না। আমরা ব্যবস্থা নেব। অপরাধীদের কেউ পার পাবে না’।

এরপরেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, একটি রাজনৈতিক দল যখন বড় হয়, তখন সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা স্বাভাবিক। সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, বিজেপিতে গোষ্ঠীকোন্দল নেই? সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন সেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না? ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, ‘একটা বাড়িতে যদি ৬ জন থাকে, তাহলে ৪ জনের ঝগড়া হয়। সেখানে একটি দল, যেখানে লক্ষাধিক পদাধিকারী রয়েছেন, সেখানে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে। সেটাই স্বাভাবিক’।

আরও পড়ুন: Saraswati Puja 2025: হাতে আর মাত্র কয়েক দিন বাকি, এই বছর সরস্বতী পুজোর সময় জানেন তো

দলের অন্দরে দ্বন্দ্ব থাকলেও, সবাইকে শৃঙ্খলা মেনে চলতে হবে বলে জানান অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকে যেমন শৃঙ্খলা মেনে চলতে হবে, তেমনই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমাকেও সেই শৃঙ্খলা মানতে হবে। নিজেকে কেউকেটা ভাবলে দলে তাঁর কোনও স্থান নেই’।

অভিষেক বলেন, ‘জনগণ আমাদের নির্বাচিত করেছেন। যদি কেউ জনগণের কাজ করতে গিয়ে নিজেকে কেউকেটা ভাবেন, তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের সবাইকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে’। মৌরসিপাট্টা করে তৃণমূল চালাব ভাবলে তাঁদের ‘কপালে বিপদ আছে’ বলে জানিয়ে দেন দলের সেকেন্ড ইন কমান্ড।

এই মুহূর্তে

আরও পড়ুন