Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গDarjeeling: হঠাৎ রহস্যময় ছায়া! দার্জিলিংয়ে ডাওহিলের জঙ্গলে

Darjeeling: হঠাৎ রহস্যময় ছায়া! দার্জিলিংয়ে ডাওহিলের জঙ্গলে

পাহাড়ি রাস্তায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে আতঙ্কও বাড়াচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ডাওহিলের ঘন অরণ্যে অচেনা নড়াচড়া। নিস্তব্ধ পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎই এক গাড়িচালকের চোখে পড়ল চকচকে কালো ছায়া। ক্যামেরায় বন্দি সেই মুহূর্তে স্পষ্ট হয়ে উঠল—এ আসলে ব্ল্যাক প্যান্থার।

এরপর বন দফতরের লাগানো ট্র্যাপ ক্যামেরাও দিল একই প্রমাণ। রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়া এক কালো চিতাবাঘ ধরা পড়ল ছবিতে। গুজব নয়, সত্যিই কার্শিয়াংয়ের ডাওহিলের বনে ঘুরে বেড়াচ্ছে এই রহস্যময় শিকারি

আরও পড়ুনঃ আশাভঙ্গের পুজো! বৃহস্পতিতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি আলাদা কোনও প্রাণী নয়, বরং সাধারণ লেপার্ডের মেলানিস্টিক রূপ। জেনেটিক কারণে শরীরের রঙ কালো হলেও, নির্দিষ্ট আলোয় এর শরীরে চিতাবাঘের দাগও ফুটে ওঠে। উত্তরবঙ্গের জঙ্গলে এরকম প্রাণীর দেখা মিললেও তা ভীষণ বিরল।

আরও পড়ুনঃ হাসপাতালে পৌঁছেই বাথরুম যাওয়ার ‘বায়না’; কিন্তু এ কি!

স্থানীয়দের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিস্মিত, কেউ ভীত। পাহাড়ি রাস্তায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে আতঙ্কও বাড়াচ্ছে। বন দফতর অবশ্য জানিয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বাড়তি সতর্কতা নেবে।

প্রকৃতিপ্রেমী ও গবেষকদের কাছে এই উপস্থিতি এক দুর্লভ মুহূর্ত। কারণ, ডাওহিলের অরণ্য আবারও প্রমাণ করল, পাহাড়ের বুকে এখনও লুকিয়ে আছে প্রকৃতির অজানা রহস্য।

এই মুহূর্তে

আরও পড়ুন