Friday, 4 July, 2025
4 July, 2025
HomeদেশPuri: পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত...

Puri: পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর সাড়ে ৪টে নাগাদ রথগুলি মন্দিরে দিকে এগোতে শুরু করতেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। ভিড়ের মধ্যেই পড়ে যায় কিছু লোক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুরীর রথযযাত্রায় বিশৃঙ্খলা। ঘটে গেল পদপিষ্টের ঘটনা। রবিবার ভোরে পুরীর গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টের ঘটনায় অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও অনেকে।

বাধা পড়েছিল শুরুতেই। এবার পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হল। আহত কমপক্ষে আরও ১০ জন।

আরও পড়ুন: গণতন্ত্র আগেই লাটে, বিশ্বমঞ্চে মান-সম্মানটুকুও খোয়াল বাংলাদেশ

জগন্নাথের মাসির বাড়ি, পুরীর শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে আজ, রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে-৫টা নাগাদ গুণ্ডিচা মন্দিরে পৌঁছয় জগন্নাথ দেবের রথ। তখনই ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যায়। এতেই অনেকে পড়ে যান। পদপি্ষ্ট হন অনেকে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, এবারের রথযাত্রায় পুরীতে ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে রথের দিন, বলরাম ও সুভদ্রার রথ সামান্য এগোতে পারলেও, জগন্নাথের রথ এগোনো যায়নি। মন্দির ছেড়েই বেরতে পারেনি নন্দীঘোষ। এত বছরে এই প্রথম এমন ঘটনা ঘটে, যাকে অশুভ ইঙ্গিত বলেই মনে করেছিলেন অনেকে।

আরও পড়ুন: দলের বিরুদ্ধেই বিদ্রোহ কল্যাণের; বিদ্রোহ শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের মধ্যেই

গতকাল, শনিবার সকালে ফের রথযাত্রা শুরু করা হয়। তাতেও অত্যাধিক ভিড় হয়েছিল যে কারণে গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে দেরি হয়। আজ ভোরে মাসির বাড়ি পৌঁছয় রথ। আর সেখানেই ঘটল বিপর্যয়।

রথযাত্রার দিনও অত্যাধিক ভিড়ে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বলরাম ও সুভদ্রার রথের সামনে পৌঁছতে গিয়ে কমপক্ষে ৬৪৫ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। আজও ঘটল দুর্ঘটনা।

এই মুহূর্তে

আরও পড়ুন