দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ছে ওই বস্তির একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
শনিবার সন্ধ্যার পর আচমকাই আগুন লাগে ওই বস্তির একটি বাড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুলের লেলিহান শিখা গ্রাস করেছে ওই বস্তির একাধিক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে ওই এলাকা। প্রথমে স্থানীয়েরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: Kuwait Visit Modi: পৌঁছলেন মোদী কুয়েত, প্রতিরক্ষা নিয়ে আলোচনার সম্ভাবনা
দুর্গাপুর সেতুর উপর থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানেরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। সেনাছাউনি থেকে জলের ট্যাঙ্ক নিয়ে গিয়েছেন তাঁরা। দমকলকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: Sikkim Land Fall: বড়দিনের আগে বড় ধাক্কা সিকিম পর্যটনে
কী ভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার জেরে বন্ধ দুর্গাপুর সেতুর উপর যান চলাচল। ফলে ব্যস্ত সময়ে নিউ আলিপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।