Tuesday, 14 October, 2025
14 October
Homeআন্তর্জাতিক নিউজTourist Bus: হতাহত অনেক, চলছে উদ্ধারকাজ; দুর্ঘটনার কবলে পর্যটকবোঝাই বাস

Tourist Bus: হতাহত অনেক, চলছে উদ্ধারকাজ; দুর্ঘটনার কবলে পর্যটকবোঝাই বাস

দুর্ঘটনার পরেই পেমব্রোকের সমস্ত লেনে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিউ ইয়র্কের রাস্তায় দুর্ঘটনা। পর্যটক ভর্তি বাস উল্টে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। মৃতদের মধ্যে অন্তত এক জন নাবালক। ওই ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফিরছিল একটি বাস। শুক্রবার, নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়েতে পর্যটক বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

ওই বাসে কয়েক জন ভারতীয় ছিলেন বলেও সূত্রের খবর।

আরও পড়ুনঃ ‘সরকারি কর্মী 50 ঘণ্টা জেলে থাকলে সাসপেন্ড, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী নয় কেন?’, কটাক্ষ প্রধানমন্ত্রীর

সেখানকার পুলিশ সূত্রে খবর, বাফেলো থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত পেমব্রোকের কাছে আই-৯০-তে ওই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশের প্রাথমিক ধারণা, ওই বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তা উল্টে রাস্তার ধারে পড়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, হাইওয়ের ঠিক পাশে একটি বাস উল্টে গিয়েছে। চারদিকে ছড়িয়ে আছে বাসের জানালার কাঁচের টুকরো।

আরও পড়ুনঃ বাংলায় মহা-ইভেন্ট; মোদীর মুখে কলকাতার ওলিগলির ঐতিহ্য

আপাতত ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধার কাজ চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিউ ইয়র্ক স্টেট পুলিশের মুখপাত্র ট্রুপার জেমস ও’ক্যালাগান জানিয়েছেন, ওই ঘটনায় একাধিক ব্যক্তি মারা গিয়েছেন। বেশ কয়েক আহতও হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করা কাজ শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন