Sunday, 4 May, 2025
4 May, 2025
HomeদেশGOA: গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় বহু ভক্তের জমায়েত, ভিড়ের চাপে পদপিষ্ট অনেকে,...

GOA: গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় বহু ভক্তের জমায়েত, ভিড়ের চাপে পদপিষ্ট অনেকে, মৃত্যু অন্তত ছ’জনের!

শোভাযাত্রার সময় হুড়োহুড়ি। ভয়ে দৌড়াদৌড়ি। তখনই ঘটে গেল বিপর্যয়।

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। অন্তত ছ’জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতের সংখ্যা ৫০-এর বেশি।

আরও পড়ুন:  “আমরা আমেরিকার জন্য এই নোংরা কাজ করছি, তিন দশক ধরে করে আসছি” বেফাঁস হয়ে কথাটা শেষমেশ বলেই ফেললেন বিলাওয়াল ভুট্টো

উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা এএনআইকে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানিয়েছেন। ছ’জনের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে পুলিশও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি।

আরও পড়ুন: স্কন্দ ষষ্ঠীতে রবি যোগ-পুষ্য নক্ষত্র, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা এএনআইকে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানিয়েছেন। ছ’জনের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে পুলিশও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি।

এই মুহূর্তে

আরও পড়ুন