Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeটেলিকমPhone Networks: হইচই শুরু! সব বড় মোবাইল নেটওয়ার্ক ডাউন

Phone Networks: হইচই শুরু! সব বড় মোবাইল নেটওয়ার্ক ডাউন

প্রায় সব বড় মোবাইল নেটওয়ার্ক ডাউন। ফোন করা যাচ্ছে না কাউকে। ফোন রিসিভও করা যাচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্রিটেনের প্রায় সব বড় মোবাইল নেটওয়ার্ক ডাউন। ফোন করা যাচ্ছে না কাউকে। ফোন রিসিভও করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সেদেশের সাধারণ মানুষ। একসঙ্গে একাধিক মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ায় সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। যদিও টেলিকম সংস্থাগুলি বলছে, সাময়িক প্রযুক্তিগত ত্রুটির জেরে নেটওয়ার্ক ডাউন হয়েছে।

আরও পড়ুনঃ আর কত যুদ্ধ হবে? সংঘাত চরমে  থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ব্রিটেনের বড় বড় মোবাইল নেটওয়ার্কগুলি আচমকা ডাউন হয়ে যায়। তার মধ্যে রয়েছে ভোডাফোন, ত্রি, বিটি এবং ইই। লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারী সমস্যা পড়েন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দেন।

সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, “আমি কাউকে ফোন করতে পারছি না। রিসিভও করতে পারছি না। শুধু বিপ বিপ আওয়াজ হচ্ছে।” অন্য আর একজন লেখেন, “বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।”

আরও পড়ুনঃ অফিসঘর খুঁজছেন? দেশের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ এখন অভিনব কর্মস্থল

সাইবার হানার আশঙ্কা উড়িয়ে ভোডাফোনের এক মুখপাত্র বলেন, “এই পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য গ্রাহকরা কাউকে ফোন করতে কিংবা রিসিভ করতে পারছেন না।” তিনি আরও বলেন, “আমরা জানি, মোবাইলের নেটওয়ার্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করছি।” ইই-র তরফে বলা হয়েছে, তারা বিষয়টি দেখছে। ডাউনডিটেকটর বলছে, EE মোবাইল নেটওয়ার্কের বিভ্রাটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লন্ডন, ব্রিমিংহাম, ম্যাঞ্চেস্টার এবং গ্লাসগোতে।

এই মুহূর্তে

আরও পড়ুন