Wednesday, 9 July, 2025
9 July, 2025
HomeকলকাতাDilip Ghosh: সব বিতর্কের ফুলস্টপ! বৈঠক শেষে পুরনো মেজাজে দিলীপ

Dilip Ghosh: সব বিতর্কের ফুলস্টপ! বৈঠক শেষে পুরনো মেজাজে দিলীপ

২১ জুলাইয়ে তৃণমূলের মঞ্চ থাকার বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও 'না' বলেননি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘মার্কেটে যার দাম থাকে তাঁকে নিয়ে অনেক জল্পনা হয়…’। রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি  শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন, তাঁর মধ্যে কোনও ভেজাল নেই, তাই এত দাম।

বিগত কয়েক দিন ধরেই দিলীপ ঘোষের ‘দলবদল’ নিয়ে চর্চা হচ্ছিল। এ খবরও রটে গেছিল যে, বঙ্গ গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এমনকী ২১ জুলাইয়ের মঞ্চেও নাকি তাঁকে দেখা যেতে পারে! এসব জল্পনা যখন চলছে ঠিক তার মাঝেই মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব বিতর্কের অবসান ঘটান।

আরও পড়ুন: জ্যোতি বসুই বলতে পেরেছিলেন, দিল্লির পার্টি অফিসে আলো জ্বলে পশ্চিমবঙ্গের কমরেডদের চাঁদার পয়সায়

দিলীপ বলেন, ”বাজারে যার দাম থাকে তাঁর সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাঁদের কিনবে কে? তাঁরা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।” এই মন্তব্য করার পাশাপাশি শমীক ভট্টাচার্যরও ভূয়শি প্রশংসা করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। স্মৃতিচারণ করে বলেন, ”এক সময়ে শমীকদার পথেই তিনি হেঁটেছেন। যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে।”

শমীক ভট্টাচার্যের সঙ্গে ঠিক কী কথা হল সেই প্রসঙ্গে দিলীপ জানান, পুরনো বিজেপি কর্মীরা যে তাঁর সঙ্গে রয়েছে তা স্পষ্টত জানিয়েছেন তিনি। এছাড়া নিজের জেলায় (মেদিনীপুর) তাঁকে আসার আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ। তাঁকে ঘিরে বহু কর্মীর আবেগ রয়েছে এই প্রসঙ্গে দিলীপের সাফ কথা, ”আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করিয়েছি। ঘাম-রক্ত দিয়েছি। ১৫০ জনের বেশি কর্মী প্রাণ দিয়েছে। সেই আবেগের আগুন বুকের মধ্যে আছে। শুধু আমার নয়, শত শত কর্মীর। যতই বৃষ্টি হোক, আবেগের আগুন নিভে যেতে দেব না।”

আরও পড়ুন: শুভেন্দুর মিছিলে ‘না’; ৮ অগস্ট রাস্তায় রাত জাগার ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা

সভাপতি হিসেবে দলের দায়িত্বভার গ্রহণের দিনই শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছিলেন, যে দলের আদি এবং নব্য দুই পক্ষকে নিয়েই তিনি চলবেন। ১৫ দিনের মধ্যে বিজেপির বদল ঘটাবেন! তবে সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। ২১ জুলাইয়ে তৃণমূলের মঞ্চ থাকার বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও ‘না’ বলেননি। তাতেই আরও বেশি কৌতূহল তৈরি হয়েছিল জনমানসে।

এদিন শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক শেষে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ বিষয়টি কার্যত স্পষ্ট করেন। বলেন, পার্টিতে ভেদাভেদ কিছুই ছিল না। তিনি রাজ্যে বিজেপির কোনও পদে নেই। তাই তাঁকে সব জায়গায় ডাকা হবে এমনও কোনও মানে নেই। তিনি জেলায় দায়িত্বে রয়েছেন। সেখানে সংগঠনের কাজ করছেন।

দিলীপকে নিয়ে জল্পনার আরও বড় কারণ ছিল, পার্টির অমত সত্ত্বেও তাঁর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ। কিন্তু বিষয়গুলিকে তেমন গুরুত্বই দেননি দিলীপ। তবে দলের অন্দরে যে নানা আলোচনা হচ্ছিল তা জলের মতো স্পষ্ট। এদিনের বৈঠক হয়তো সেইসব আলোচনায় ফুলস্টপ বসিয়ে দিল।

এই মুহূর্তে

আরও পড়ুন