Friday, 4 July, 2025
4 July, 2025
HomeকলকাতাBJP: সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়াই নয়: শমীক ভট্টাচার্য দুর্গাপুজো আর মহরমের মিছিল হবে...

BJP: সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়াই নয়: শমীক ভট্টাচার্য দুর্গাপুজো আর মহরমের মিছিল হবে একই রাস্তায় 

শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমরা লড়ছি, আপনাদের জন্য।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়। রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। সংখ্যালঘুদের পাশে নিয়ে লড়ার কথাই বললেন তিনি। আজ, বৃহস্পতিবার সায়েন্স সিটি-তে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে শমীক ভট্টাচার্যের নাম বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপরই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের বিশেষ বার্তা দেন শমীক।

এদিন শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমরা লড়ছি, আপনাদের জন্য। আমরা চাই আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে। যারা তলোয়ার নিয়েছে, তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই। এটা করে দেখাবে।”

আরও পড়ুন: যন্ত্রণায় সাধারণ মানুষ, জল নেই শিলিগুড়িতে

শমীক আরও বলেন, “দুর্গা পুজো আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোনও বিভাজন নেই। বাংলায় বহুত্ববাদকে বাঁচাতে হবে। সংখ্যালঘুরা নজরুলের কথা শুনবে। উগ্রপন্থীর ভাষা শুনবে না।”

আরও পড়ুন: ১.৯ লক্ষ ডলার জরিমানা! শাকিরার চিকিৎসার গোপন তথ্য ফাঁস

সংখ্যালঘুদের উদ্দেশে শমীক বলেন, “পরবর্তী প্রজন্ম কী করবে সেটা ভাবুন। যারা আমাদের ভোট দিচ্ছেন না, তারা ভোট দেবেন না। কিন্তু নিজেদের প্রশ্ন করুন, যারা খুন হয়েছে, তাদের মধ্য ৯০ শতাংশ মুসলমান খুন হয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে চাই।”

এই মুহূর্তে

আরও পড়ুন