কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
একদিকে তিনি বিধায়ক, অন্যদিকে তিনি ক্রিকেটপ্রেমী। হ্যাঁ, বিধায়ক শংকর ঘোষ জীবনটা ঠিক এরকমই। মাঠে গিয়ে ক্রিকেট খেলতে যেমন ভালোবাসেন, এমনি ভালোবাসেন বিধানসভায় দাপিয়ে কথা বলতে। শিলিগুড়ির কিশালায় প্রিমিয়ার লিগের উদ্বোধনে এসে বিধায়ক শংকর ঘোষ জানালেন আমি বরাবরই ক্রিকেট ভালোবাসি। ভারত পাকিস্তান ম্যাচ পুরোটা দেখি, সমর্থন তো নিজের দেশের জন্য থাকবেই।
আরও পড়ুন: Siliguri: সন্ত নিরংকারী মিশনের স্বচ্ছ জল স্বচ্ছ মন অভিযান
ক্রিকেট আমি ভালোবাসি তা সে যে ক্রিকেটেই হোক না কেন, আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো সমস্ত খেলোয়ারদের জন্য। ক্রিকেট কে ভালবাসতে হলে ক্রিকেট দেখো, পাড়ার ক্রিকেট হোক বা বাইরে কোন জায়গার ক্রিকেট। মাঠে এসে খেলোয়ার দিয়ে উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরী। ভালো ক্রিকেটার তৈরি করতে গেলে, ভালো কোচেরও প্রয়োজন। শিলিগুড়িতে ঋদ্ধিমান সাহা, কামাল হাসান মন্ডল এবং রিচা ঘোষ এরা উঠে এসেছে ভালো কোচ আছে বলে।
আরও পড়ুন: Siliguri: শিলিগুড়িতে শুরু বুথ এ চলো কর্মসূচি
কথায় বলে প্রতিভাবান ক্রিকেটারদের আটকানো যায় না, শুধু ক্রিকেটার কেন কাউকেই আটকানো যায় না। আমি নিজে মনে করি ক্রিকেটার হতে গেলে, শুধু প্রতিভা থাকলেই হবে না পরিশ্রমও করতে হবে। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়ারদের শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে, আমি শুভেচ্ছা জানিয়েছি টুর্নামেন্টের আয়োজকদেরও। যে কোন প্রয়োজনে আমাকে জানালেই আমি চেষ্টা করব যথাসাধ্য করার জানালেন বিধায়ক শংকর ঘোষ।