Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাMamta Banerjee: ফের সরব মমতা! বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগে

Mamta Banerjee: ফের সরব মমতা! বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগে

বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স-এ তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।

মমতার অভিযোগ, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে, বিশেষ করে আসাম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লি, এক সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হেনস্থা, নিপীড়ন ও দেশছাড়া করা হচ্ছে। তিনি লেখেন, “বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার। এখন তা আন্তর্জাতিক মহলের নজরেও এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্ট আমাদের আশঙ্কাকেই প্রমাণ করছে।”

আরও পড়ুনঃ কম্বোডিয়া টু মুর্শিদাবাদ, নিমিষে গায়েব লক্ষ-লক্ষ টাকা

টুইটে তিনি উল্লেখ করেন, এইচআরডব্লিউ-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন পরিষ্কারভাবে বলেছেন, “বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশছাড়া করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে, এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক।” সংস্থার বক্তব্য, সরকারের ‘অনিয়মিত অভিবাসন’ মোকাবিলার দাবি বিশ্বাসযোগ্য নয়।

এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বড়সড় আক্রমণ শানালেন। তাঁর অভিযোগ, “এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। বাংলাভাষীদের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ ২১১ রুটের বাস, ওভারটেক একে অপরকে; কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু

তাঁর টুইটে এই ইঙ্গিতও স্পষ্ট যে, বাংলা ভাষা ও বাঙালি পরিচয় রক্ষার প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলনের পথেই হাঁটবেন তিনি।

 

এই মুহূর্তে

আরও পড়ুন