মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন শেফালি। শোনা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। এই মুহূর্তে মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
আরও পড়ুন: কসবার ছাত্রীর মেডিক্যাল পরীক্ষায় মিলল ধর্ষণের প্রমাণ, কামড় ও আঁচড়ের দাগও স্পষ্ট
শেফালি ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন সবমিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন।বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে। তারপর ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন । এর মাঝেই ঘটে গেল অঘটন।
আরও পড়ুন: অভিযুক্তের তৃণমূল যোগ ‘স্পষ্ট’! অনেকের বৃত্তেই দেখা গিয়েছে ‘এম’-কে
২০০৪ সালে প্রথম বিয়ে হয় শেফালির। পাত্র পাঞ্জাবি গায়ক হরমিত সিং। নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকত তাঁদের। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালে ডিভোর্স। তারপর শেফালি মন দিলেন ব্যবসায়ী পরাগকে। সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই পরাগকে সঙ্গে নিয়ে নানা ছবি পোস্ট করতেন শেফালি। সেই পরাগই শুক্রবার অসুস্থ শেফালিকে নিয়ে আসেন হাসপাতালে। সেখানেই শেফালিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে। শেফালির অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা দেশ।