Wednesday, 15 October, 2025
15 October
Homeআন্তর্জাতিক নিউজPakistan: 'রাত আড়াইটের সময় মুনিরের ফোন...ভারত একেবারে ভেতরে ঢুকে...' নূর খানে ভারতের...

Pakistan: ‘রাত আড়াইটের সময় মুনিরের ফোন…ভারত একেবারে ভেতরে ঢুকে…’ নূর খানে ভারতের প্রত্যাঘাতের কথা মানলেন শরিফ

শরিফের বক্তব্য অনুযায়ী, মুনির ফোনে বলেন, ‘‘মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে পাকিস্তানের দিকে। আমাকেও পাল্টা হামলার অনুমতি দিন।’’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অপারেশন সিঁদুরের পরই মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। ড্রোন হামলার চেষ্টা থেকে ক্ষেপনাস্ত্র, সীমান্তের ওপার থেকে টানা গোলাগুলি, কিছুই বাদ যায়নি। কিন্তু চার দিন যেতে না যেতেই দম শেষ ! এক প্রকার সারা বিশ্বের কাছে কাকুতি মিনতি জুড়ে দেয় পাকিস্তান। ভাইরাল হয়ে যায় শাহবাজ শরিফের সেই ভিডিও, যেখানে উনি মন্ত্রিসভার সকলের কাছে নিজের অসহায়তা প্রকাশ করে বলছেন….এখন পাকিস্তানের পাশে শুধু তুরস্ক ছাড়া কেউ নেই !  তবে বিশেষজ্ঞদের ধারণা, ভারতের ক্রমাগত প্রত্যাঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষত পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিগুলিতে দুরমুশ করে ছেড়েছে ভারত। আর সব থেকে বড় ঘা, যা এদ্দিন স্বীকার করেনি পাকিস্তান , তা হল  রাজধানী ইসলামাবাদ সংলগ্ন নূর খান ছাউনিতে ভারতের প্রত্যাঘাত। সেখানে আঘাত হানতেই  সংঘর্ষবিরতিতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। যদিও এ কথা এদ্দিন মানতেই চাননি শাহবাজ শরিফ, আসিম মুনিররা। এবার মানলেন।

আরও পড়ুন: পহেলগাঁও-হামলার আগে পাকিস্তানে হওয়া চুক্তি এবার স্ক্যানারে, নাম উঠে আসছে ট্রাম্পের পরিবার ও আসিম মুনিরের !

পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শরিফ বলেন, ৯ মে এবং ১০ মে রাত। সময় তখন  আড়াইটা মতো। ফোন করে ঘুম থেকে তোলেন জেনারেল আসিম মুনির । ধড়মড়িয়ে উঠে শরিফ জানতে পারেন, ভারত একেবারে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রত্যাঘাত করেছে।  পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “৯/১০ তারিখ রাতে, জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে জানান যে ভারত নূর খান বিমানঘাঁটি সহ আমাদের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে।”

নূর খান ছাউনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক জায়গা। বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর কলিজা। এটাই সেনা বাহিনীর প্রধান পরিবহন কেন্দ্র। আকাশে থাকা অবস্থায় কোনও যুদ্ধবিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই  নূর খান ছাউনি থেকেই জ্বালানি নেয় তারা। আর এই ছাউনি থেকে ইসলামাবাদ খুব দূরে নয়। তাই এই হানা কার্যত পাকিস্তানের বুকে তীর মেরে দেওয়ার সামিল। ভারতের সেনা বাহিনী সাংবাদিক বৈঠকে এ কথা জানালেও , মুখে কুলুপ এঁটে বসেছিলেন শরিফরা। অবশেষে বিশ্বের কাছে বেরিয়েই এল সত্যিটা।

আরও পড়ুন: অপসারিত সুদীপ, কুণাল শিবিরের উচ্ছ্বাস; উত্তর কলকাতা তৃণমূলে ব্যাপক রদবদল 

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিষয়টি তাঁর এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন। লেখেন, নুর খান বিমানঘাঁটি এবং অন্যান্য স্থানে বোমা হামলার কথা শরিফ নিজেই স্বীকার করেছেন। “পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই স্বীকার করেছেন , জেনারেল আসিম মুনির তাঁকে রাত আড়াইটা নাগাদ ফোন করে জানিয়েছিলেন যে ভারত নূর খান বিমান ঘাঁটি এবং আরও বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে। … প্রধানমন্ত্রী মাঝরাতে পাকিস্তানের ভেতরে হামলার খবর পেয়ে ঘুম থেকে উঠেছিলেন। এটি “অপারেশন সিন্দুর”-এর নির্ভুল লক্ষ্য এবং বিক্রমের প্রমাণ” মালব্য শুক্রবার তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে থেকে পোস্ট করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন