spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাSovan Chatterjee: দার্জিলিংয়ে 'দিদি'র সঙ্গে বৈঠকের পরই বড় দায়িত্ব, NKDA-র চেয়ারম্যান হলেন...

Sovan Chatterjee: দার্জিলিংয়ে ‘দিদি’র সঙ্গে বৈঠকের পরই বড় দায়িত্ব, NKDA-র চেয়ারম্যান হলেন কানন

শীঘ্রই সক্রিয় রাজনীতিতে ফিরতে চান বলেও জানিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

বহু দিন পর ফের প্রশাসনিক পদে এলেন শোভন চট্টোপাধ্যায়। NKDA-র চেয়ারম্যান হলেন কানন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তারপরই এই সিদ্ধান্ত।

নতুন পদ পাওয়ার খবরে আপ্লুত শোভন। প্রতিক্রিয়ায় তিনি বলেন – আমার চোখের সামনে নিউটাউন শহর গড়ে উঠেছে। আমাকে দিদি আজ এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সব রকম ভাবে এই দায়িত্ব পালন করব। নিউটাউন রাজারহাট কীভাবে আরও ভাল করে গড়ে তোলা যায় আমি সেটা দেখব। ধন্যবাদ জানানোর ভাষা নেই তাঁকে।

আরও পড়ুনঃ মমতার মাস্টারস্ট্রোক! শিলিগুড়িতে ‘সবচেয়ে বড় শিবমূর্তি’

স্মৃতিচারণ করে তিনি এও বলেন, ”আমাকে মেয়রের মত পদে বসিয়েছিলেন। আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি মন দিয়ে। এবারও আরও একটা বড় দায়িত্ব পেলাম। সেটাও চেষ্টা করব আমার সবটুকু দিয়ে পালন করার।”

দুর্গাপুজো শেষের পরই পাহাড় বিপর্যস্ত হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখান যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সেই সময় পাহাড়েই ছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই বহু সময় পর একান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁদের। গত বুধবার প্রায় ২ ঘণ্টা তাঁদের আলাপ-আলোচনা চলে। তবে কী কথা হয়েছে, তা কোনওপক্ষই খোলসা করেনি। তবে এই সিদ্ধান্তের খবর বিষয়টি হয়তো কিছুটা স্পষ্ট হল।

আরও পড়ুনঃ রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ, স্বস্তি রাজ্য পুলিশের ডিজির

এর আগে গত সেপ্টেম্বরে দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। সেবারে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে বেরানোর সময় শোভনের মুখে দেখা গিয়েছিল একরাশ তৃপ্তির ছায়া।

শোভনের দলে ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা! সেটাই এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল।

এই মুহূর্তে

আরও পড়ুন