Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাSovan Chatterjee: তৃণমূলের কাননে শোভনের প্রত্যাবর্তন; বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে দুপুরেই যাচ্ছেন...

Sovan Chatterjee: তৃণমূলের কাননে শোভনের প্রত্যাবর্তন; বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে দুপুরেই যাচ্ছেন শাসকদলে

নভেম্বর পড়তে না পড়তেই তৃণমূলের কাননে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই তৃণমূলের কাননে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে চলেছেন। সঙ্গে থাকবেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ ৪ নভেম্বর SIR শুরুর দিনেই রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা-অভিষেক

২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন। তার পর ২০২১ সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন বিজেপি-তেও। কিন্তু পদ্মশিবিরে বেশি দিন থাকতে পারেননি শোভন। মাঝে বেশ কয়েক বার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি। অবশেষে তৃণমূলে ফিরছেন তিনি।

গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন-বৈশাখীর। সেই সময় থেকেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা নতুন করে জল-বাতাস পেতে শুরু করে। তা আরও গাঢ় হয় গত মাসে। দুর্যোগধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন-বৈশাখীও। তখনই দার্জিলিঙের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল শোভনের। ঘটনাচক্রে, তার পরের দিনই শোভনকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের (এনকেডিএ) চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বাকি ছিল দলে ফেরা। সোমবার সেটাও হতে চলেছে। শোভনের ঘনিষ্ঠদের বক্তব্য, বেলা ৩টের মধ্যে বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনে পৌঁছে যাবেন শোভন। সঙ্গে থাকবেন বৈশাখীও।

আরও পড়ুনঃ গিনেস বুকে সে তুলেছে নাম! পৃথিবীর ইতিহাসে কে সবচেয়ে নৃশংসতম নরখাদক ছিলেন তা কি জানেন?

প্রশাসনে শোভনের প্রত্যাবর্তনের পরেই বেহালায় তাঁর অনুগামীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। বেহালা পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকায় শোভনের ছবি সংবলিত হোর্ডিং ঝুলতে দেখা গিয়েছিল, যা থেকে শাসকদলের অন্দরে গুঞ্জন তৈরি হয়েছে, বেহালা পশ্চিমে শোভনকে প্রার্থী করতে পারে তৃণমূল। বেহালা পশ্চিমের বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। এই নভেম্বরে তাঁর জেলমুক্তির সম্ভাবনা থাকলেও তাঁকে তৃণমূল আর ভোটে টিকিট দেবে না বলেই মনে করা হচ্ছে। সেই সূত্রেই শোভনকে সেখানে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

শোভন প্রার্থী হবেন কি হবেন না, প্রশাসনে আরও বড় দায়িত্ব পাবেন কি পাবেন না, তা ভবিষ্যৎ বলবে। তবে সোমবার তৃণমূলের পতাকা হাতে নিতে চলেছেন কানন (মমতা তাঁকে সস্নেহে এই নামেই ডাকেন)। সাত বছর পর!

এই মুহূর্তে

আরও পড়ুন