Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeউত্তরবঙ্গMaldah Shoot Out: আবার গুলি মালদাতে, মদের আসরে চলল গুলি

Maldah Shoot Out: আবার গুলি মালদাতে, মদের আসরে চলল গুলি

ফের শুটআউট মালদহে। বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ ২ ব্যক্তি। মদের আসরে গন্ডগোলের জেরে গুলি চলছে বলে অনুমান। কিন্তু এত বন্দুক, গুলি আসছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

আরও পড়ুন: Darjeeling Toy Train: প্রবল বৃষ্টি এবং ধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এর টয় ট্রেনের লাইন

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের বীরনগর বাজারে। মদের আসরে বচসার জেরে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ দুজন। তাঁদের মধ্যে একজন প্রদীপ কর্মকার। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়েছে। অন্যজন নিরঞ্জন দাস। তাঁকে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় মদের আসরে বচসা চলাকালীন এক ব্যক্তি হঠাৎ দুই-তিন রাউন্ড গুলি চালান। গুলিবিদ্ধ হন  প্রদীপ ও নিরঞ্জন। তবে কী কারণে গুলি, কোনও শত্রুতা ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়িতে মাদক! ধৃত এক যুবক

মালদহে একের পর শুটআউটের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেতা দুলাল সরকার খুন, পরে এক তৃণমূল নেতার উপর হামলা। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর ফের শুটআউট। এই সমস্ত ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র।

এই মুহূর্তে

আরও পড়ুন