Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশSikkim: সিকিম সরকার শেকল এবং বেলচা বাধ্যতামূলক করলো

Sikkim: সিকিম সরকার শেকল এবং বেলচা বাধ্যতামূলক করলো

গাড়িতে থাকতে হবে, শেকল এবং বেলচা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

গাড়িতে থাকতে হবে, শেকল এবং বেলচা। সিকিম সরকার বাধ্যতামূলক করল  এই দুটি জিনিস। না হলে কোন গাড়িকে  পাহাড়ে  ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন: Purulia: পুরুলিয়া রেস্টলিং টেলেন্ট হান্ট ক্যাম্প অনুষ্ঠিত কোটশিলায়

বেলচা লাগবে  বড়ফ সরিয়ে তুলতে, এবং শেকল লাগবে  গাড়ির চাকা যাতে পিছলে না যায়  এই কারণে চাকাকে আটকে রাখতে। আপাতত এই নির্দেশিকা জারি করল  সিকিম সরকার। কারণ দিনের পর দিন, সিকিমের তাপমাত্রা কমছে, ঝুঁকি বাড়ছে  পর্যটকদের। তাই আর  ঝুকি না বাড়িয়ে, নিজেদের কর্তব্য শুরু করলো সিকিম সরকার।

আরও পড়ুন: Jalpaiguri: হতশ্রী অবস্থা জলপাইগুড়িতে, মদ এবং জুয়ার আসর

সরকার জানিয়েছে, ঘুরে বেড়ানোর আনন্দে, সব ভুলে যান পর্যটকেরা। ফলে নিজেদের বিপদ  নিজেরাই  বাড়িয়ে তোলেন। আর বদনাম হয় সরকারের, তাই আপাতত  যে গাড়ি সিকিমে উঠুক  শেকল এবং বেলচা সাথে লাগবেই।  শেকল এবং বেলচা থাকলে  অনেক দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছে সিকিম সরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন