spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাShrabani Banik: শোকের ছায়া টলি ইন্ডাস্ট্রিতে; প্রয়াত হলেন ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী...

Shrabani Banik: শোকের ছায়া টলি ইন্ডাস্ট্রিতে; প্রয়াত হলেন ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক

ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার সকালে টলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে। শোকের ছায়া পুরো ইন্ডাস্ট্রিতে। শ্রাবণীর মৃত্যুতে পরিচালক বাবু বণিক লিখলেন, ”কিছু পরিচয় কাজের সূত্রে হয়,কিন্তু সেই পরিচয় যখন কোনও চাওয়াপাওয়া, বা কোনও শর্ত বা কোনও স্বার্থ ,সবকিছু ছাড়িয়ে একটা অন্য মাত্রা নেয়।

আরও পড়ুনঃ “‘চিকেন নেক’ থেকে ‘এলিফ্যান্ট নেক’-এর দিকে যাত্রা শুরু করার সময় এসেছে”; চিকেন নেক নিয়ে বিস্ফোরক মন্তব্য সদগুরুর

দুটো পরিবারকে অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, সেটাকেই বোধ হয় প্রকৃত বন্ধুত্ব বলে। আজ শ্রাবণীকে হারিয়ে আমি,আমার পরিবার, আমরা সবাই বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না। কিন্তু শ্রাবণী যে এত তাড়াতাড়ি চলে যাবে…. বিশ্বাস করতে পারছি না। শুনেছি ,আত্মার কোনও মৃত্যু নেই। তাই ওঁর আত্মার শান্তি কামনা করি।”

শ্রাবণীর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হলেও, আর্থিক সঙ্গতি ছিল না চিকিৎসার। ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক! রাজাবাজারে যুবক খুনের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ

উপায় না পেয়েই সোশাল মিডিয়ার হাত ধরে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অনুরাগীদের কাছে সাহায্য চাইতে এগিয়ে এসেছিল অভিনেত্রীর পরিবার। লম্বা পোস্টে অভিনেত্রীর ছেলে লিখছিলেন, মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্য করুন। এই ঘটনা নভেম্বরের। সেই কারণে বছর শেষ হওয়ার আগেই শ্রাবণীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর প্রিয়জনরা।

স্বামী বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন শ্রাবণী। তাঁর শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে, তখন সেই বিষয়ে কোনও কথা বলতে চাননি।

এই মুহূর্তে

আরও পড়ুন