Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: ধুয়ে সাফ তৃণমূল! ১৬-০ ব্যবধানে জয় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কংগ্রেস...

Siliguri: ধুয়ে সাফ তৃণমূল! ১৬-০ ব্যবধানে জয় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের

গতবারের থেকেও এবার আইনজীবীদের লড়াইয়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে জানা গেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধুয়ে মুছে গেল তৃণমূল। দাগ কাটতে পারেননি বিজেপিপন্থী আইনজীবীরাও।

আরও পড়ুন: কলকাতায় রাস্তায় হিট স্ট্রোকে লুটিয়ে পড়ল ঘোড়া, ছেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা মালিকের

বারের নির্বাচনে সবকটি আসনেই জয়ী হয়েছেন কংগ্রেস ও বামপন্থী আইনজীবী সংগঠনের জোট প্রার্থীরা। গতবারের থেকেও এবার আইনজীবীদের লড়াইয়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে জানা গেছে। গত বুধবার এই নির্বাচন হয়।

আরও পড়ুন: উত্তরের জয়জয়কার, মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, ৬৬ জনের মেধাতালিকায় এক জন কলকাতার, প্রথম দশের নাম ঘোষণা 

১৬ টি পদে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪৯৬ জন আইনজীবী।আইনজীবীদের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠন কাজ করবে বলে বিজয়ী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন