Thursday, 31 July, 2025
31 July, 25
Homeউত্তরবঙ্গSiliguri: তৃণমূলের কাউন্সিলরদের নিজেদের মধ্যে বচসা; মজা দেখলেন বিরোধীরা

Siliguri: তৃণমূলের কাউন্সিলরদের নিজেদের মধ্যে বচসা; মজা দেখলেন বিরোধীরা

চুপ করে বসে থেকে মজা দেখতে থাকেন সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলরেরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আজ ছিল শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং। সেই মিটিং-এ নিজেদের মধ্যে ঝামেলায় জড়ালেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন।

আরও পড়ুনঃ মাত্র ১৫ বছরেই ফাটল, বাঁচানো গেল না আর! এক বছরেও খুলবে না! চরম দুর্ভোগের মুখে যাত্রীরা

মূলত বচসা ছিল বিল্ডিং নিয়ে, দিলীপ বর্মন বিল্ডিং নিয়ে বর্তমান পুরসভার সমালোচনা করে জানান এই পুরসভা বিল্ডিং নিয়ে কোন কাজ করছে না। উপরন্তু এই দলেরই কয়েকজন কাউন্সিলর এখান থেকে মুনাফা লুটেছেন। এর প্রতিবাদ করেছি চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী দিলীপ বর্মনকে চুপ করতে বলেন। দিলীপ বর্মন চুপ না করে আরো তারস্বরে চিৎকার করে বলতে থাকেন।

আরও পড়ুনঃ রাজ্যে তিন ‘ভিলেনে’র চোখরাঙানি, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! বিপর্যয়ের আশঙ্কা বঙ্গে

তখন ডেপুটি মেয়র রঞ্জন সরকার দিলীপ বর্মনকে চুপ করতে বলেন। উভয়ের মধ্য ঝামেলা চূড়ান্ত আকার নেয়। চুপ করে বসে থেকে মজা দেখতে থাকেন সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলরেরা। মেয়র গৌতম দেব  উভয়কে সংযত হতে বললে কিছুক্ষণের জন্য চুপ করে আবার বলতে থাকেন দিলীপ বর্মন। পরে সভা থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে।

এই মুহূর্তে

আরও পড়ুন