Wednesday, 6 August, 2025
6 August, 25
Homeরাজ্যSiliguri: শিলিগুড়ি পুরসভার পূর্তি উদযাপন

Siliguri: শিলিগুড়ি পুরসভার পূর্তি উদযাপন

আমাদের কাছে গর্বের তিন বছর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভার তিন বছর। মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা।

আরও পড়ুন: Siliguri: পুরসভার এমএমআইসি মিটিংয়ে কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দিলেন মেয়র গৌতম দেব

মেয়র গৌতম দেব জানালেন আমাদের তিন বছর হয়ে গেল, আমাদের কাছে গর্বের তিন বছর।  মানুষের বিশ্বাস এবং মানুষের আশাকে আমরা সঙ্গে করে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে মানুষ যেভাবে আমাদের আস্থা এবং বিশ্বাস রেখেছেন, ঠিক সেই ভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: CPI(M): নুন আনতে পান্তা ফুরোয়, তবু সম্মেলনে রাবড়ি-রাজভোগ। কোঁচকালো ভ্রু

আমাদের দরকার মানুষের আস্থা এবং বিশ্বাস। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আরো দু বছর আছে আমাদের। আমরা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম সেইসব প্রতিশ্রুতি পালন করা  আমাদের কর্তব্য এবং দায়িত্ব। মানুষের বিশ্বাস আমাদের বজায় রাখতে হবে। এদিন সকলকে মাতিয়ে দিলেন সঙ্গীত শিল্পী শুভমিতা।

এই মুহূর্তে

আরও পড়ুন