Wednesday, 3 September, 2025
3 September
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুরিতে ফুটপাত দখল! দিতে হবে কড়া জরিমানা; নির্দেশিকা পূরসভার

Siliguri: শিলিগুরিতে ফুটপাত দখল! দিতে হবে কড়া জরিমানা; নির্দেশিকা পূরসভার

দিনের পর দিন ফুটপাত দখল করে ব্যবসা চলছে, অথচ কোনোভাবে কোন রকমের  নিয়ম মানা হচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

এবার ফুটপাতে দখল নিয়ে  নির্দেশিকা জারি করল  শিলিগুড়ি পুরসভা। ফুটপাত   দখল করে দোকান সাজালে দিতে হবে কড়া জরিমানা এরকমই নির্দেশ এসেছে  পুরসভার তরফ থেকে। শিলিগুড়ি পুরসভার তরফ থেকে  জানিয়ে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে  কাজ করলে, অথবা ব্যবসা করলে  দিতে হবে কড়া জরিমানা।

আরও পড়ুনঃ ঝড়ে উপড়ে যাওয়া বিশাল শিশু গাছ উধাও! শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় চাঞ্চল্য

নিয়ম মেনে চলার জন্য এর আগেও  নির্দেশিকা জারি করেছিল  পুরসভা, কিন্তু ব্যবসায়ীরা  দুদিন মানার পর  আর মানেননি । তাই আবার নতুন করে নির্দেশিকা জারি করতে চলেছে  শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার  মার্কেট এবং ব্যবসায়িক জায়গা গুলিতে প্রচুর দোকান বিভিন্নভাবে সাজিয়ে  ব্যবসা শুরু করছে  বিভিন্ন মানুষ। তারা কোনরকম  নির্দেশিকা মানছেন না। তাই এবার তাদের উপরে করা  নির্দেশিকা জারি করতে চলেছে শিলিগুড়ি পুরসভা।

আরও পড়ুনঃ দিন দিন বদলে যাচ্ছে শিলিগুড়ি! স্বল্পবসনা তরুণীর স্টেজে উদ্দাম নাচ, উড়ছে টাকা

বলা হয়েছে দিনের পর দিন ফুটপাত দখল করে ব্যবসা চলছে, অথচ কোনোভাবে কোন রকমের  নিয়ম মানা হচ্ছে না। তাই এবার পুরসভা কঠোর হস্তে দমন করতে চলেছে। যারা মানবে, তাদের ছেড়ে দেওয়া হবে, যারা মানবে না তাদের জন্য জরিমানা ধার্য করবে শিলিগুড়ি পুরসভা।

এই মুহূর্তে

আরও পড়ুন